অনলাইন

মন্ত্রী নিজেই চেক করছেন গাড়ির কাগজ

স্টাফ রিপোর্টার

৯ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার, ১১:২৩ পূর্বাহ্ন

সকাল সাড়ে ১০টা। পুরান ঢাকার বাবুবাজার এলাকা। রাজপথে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। একের পর এক গাড়ির লাইসেন্স ও কাগজপত্র যাচাই করছেন। তাকে ঘিরে উৎসুক মানুষের ভিড়।  খবর পেয়ে ছুটে যান গণমাধ্যমকর্মীরাও। ওবায়দুল কাদের প্রথমে একটি বাস থামান। চালকের কাছে কাগজপত্র দেখতে চান। এসময় মন্ত্রীকে দেখে চালক আশ্চর্য হয়ে যান। মন্ত্রী কাগজপত্র দেখান। কাগজপত্র সব ঠিকঠাক থাকায় বাসটিকে ছেড়ে দেন। এরপর সময় টেলিভিশনের একটি গাড়ি থামান। অবশ্য গাড়ির কাগজপত্র ঠিক থাকায় এটিও ছেড়ে দেন মন্ত্রী। এরই ধারাবাহিকতায় মন্ত্রী আরও কয়েকটি ইলেক্ট্রোনিক মিডিয়ার গাড়ির কাগজ যাচাই করেন। এ সময় মন্ত্রী তার সাথে থাকা ট্রাফিক বিভাগের লোকদের নির্দেশ দেন যাতে গতিসম্পন্ন সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা না চলে। ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করে কি না, স্থানীয়দের কাছে জানতেও চান তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status