অনলাইন

প্রধানমন্ত্রীকে আইপিআই’র চিঠি

নির্যাতন বন্ধের আহ্বান, শহিদুলের মুক্তি দাবি

কূটনৈতিক রিপোর্টার

৯ আগস্ট ২০১৮, বৃহস্পতিবার, ১১:১১ পূর্বাহ্ন

সাংবাদিকদের ওপর ওপর হামলা–-নির্যাতন বন্ধে ‘ইন্টারন্যাশনাল প্রেস ইন্সটিটিউট’ (আইপিআই) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছে। বুধবার প্রধানমন্ত্রীর প্রতি লিখিত চিঠিতে সংস্থাটি প্রখ্যাত ফটোসাংবাদিক শহিদুল আলমকে গ্রেফতার করার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে। তার নিঃশর্ত মুক্তি দাবি করে সংস্থাটি লিখেছে, সাংবাদিকদের ওপর সম্প্রতি যে হামলাগুলো হয়েছে তাতে শেখ হাসিনার নেতৃত্বাধীন দলের সমর্থক ও তার সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্যদের জড়িত থাকার কথা জানা গেছে। ১৯৭১ সালে বাংলাদেশের পক্ষে স্বাধীন সাংবাদিকতার ভূমিকা প্রধানমন্ত্রীকে স্মরণ করার আহ্বান জানিয়ে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছে আইপিআই। বিভিন্ন দেশের সম্পাদক, সংবাদকর্মী ও সাংবাদিকদের নিয়ে গঠিত ‘ইন্টারন্যাশনাল প্রেস ইন্সটিটিউট’। তাদের সদর দফতর অস্ট্রিয়ার ভিয়েনাতে। সংস্থাটি জাতিসংঘ, ইউনেস্কো ও কাউন্সিল অফ ইউরোপের ‘স্বীকৃত পরামর্শদাতা।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status