অনলাইন

রাবিতে বিদেশী শিক্ষার্থীদের মধ্যে মারামারি

রাবি প্রতিনিধি

৮ আগস্ট ২০১৮, বুধবার, ৩:৩২ পূর্বাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিদেশি দুই শিক্ষার্থীর মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরির ডাইনিয়ে উচ্চস্বরে কথা বলা নিয়ে এ ঘটনা ঘটে। এতে একজনের মাথায় জখম হয়। তিনি বিশ^বিদ্যালয় চিকিৎসা কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন। মারধরের শিকার ডোমেন জোসেফ আমেরিকান অধিবাসী। তিনি ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকো’র শিক্ষক। ডোমেন জোসেফ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফোকলর বিভাগে পিএইচডি করতে এসেছেন। অন্যদিকে মারধরকারী শিক্ষার্থী রুপোষ কুমার মিত্র বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এ- এনিমেল সায়েন্স বিভাগের দিত্বীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ী নেপাল। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে দশটার দিকে ওই দুই শিক্ষার্থী খাবার খেতে ডাইনিংয়ে আসে। এসময় নেপালী শিক্ষার্থী উচ্চস্বরে কথা বললে আমেরিকান শিক্ষার্থী জোসেফ তাকে বারন করেন। কিন্তু তারপরও রুপোষ উচ্চ স্বরে কথা বললে তাদের দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির  একপর্যায়ে জোসেফ গালিগালাজ করলে রুপোষ হাতের কাছে থাকা জগ দিয়ে তার মাথায় আঘাত করে। এতে জোসেফের মাথায় জখম হয়। পরে তাকে বিশ্ববিদ্যালয়েল চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ বিষয়ে জোসেফ প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগ পত্রে তিনি বলেন, গতকাল রাতে রুপোষ ডাইনিয়ে উচ্চ স্বরে কথা বলছিল। তখন আমি বারন করি। কিন্তু সে শুনেনি। পরে বুধবার সকালে আবার ডাইনিয়ে উচ্চস্বরে কথা বললে আমি বারন করি। কথা বলার একপর্যায়ে সে আমাকে জগ দিয়ে মাথায় আঘাত করলে মারত্মক জখম হয়। অভিযোগ পত্রে তিনি নিরাপদ স্থানে থাকার আবেদন জানান।  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান, আমি ঘটনাস্থলে যেতে পারিনি। তবে ঘটনা শোনার পর আমি দু’জন সহকারী প্রক্টর পাঠিয়েছিলাম। যতদূর শুনেছি বিদেশি দুই শিক্ষার্থীর মধ্যে কথাকাটি হয়েছে। পরে একজন অপরজনরে জগ দিয়ে অঘাত করলে তার মাথা অল্প অঘাত পায়। এখন তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ায় ভাল আছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status