ভারত

ভারতে শিশু ধর্ষণে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডে সায়

কলকাতা প্রতিনিধি

৭ আগস্ট ২০১৮, মঙ্গলবার, ১২:০৪ অপরাহ্ন

ভারতে শিশু ধর্ষণে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডে সায় দিয়েছে সংসদ।  লোকসভার পর রাজ্যসভাতেও গৃহীত হয়েছে শিশু ধর্ষণ বিরোধী এই বিল। বিলে ১২ বছর বা তার নিচে শিশুদের ধর্ষণে সর্বোচ্চ মৃত্যুদন্ড দেবার বিধান রাখা হযেছে। সংসদের দুই সভায় বিলটি গৃহীত হওয়ায় এখন এটি পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিক অনুমোদনের জন্য। গত ৩০শে জুলাই বিলটি লোকসভায় ধ্বনি ভোটে পাশ হয়েছিল শিশু ধর্ষণ বিরোধী বিলটি। রাজ্যসভাতে যখন বিলটি পেশ করা হয়েছিল তখন কংগ্রেস ও সমাজবাদী পার্টির দু’জন সাংসদ বিলটি সিলেক্ট কমিটির কাছে পাঠানোর সুপারিশ করেছিলেন। সমাজবাদী পার্টির সাংসদ রবি প্রকাশ ভার্মা বলেছিলেন, বিলটি শুধু মেয়েদের মাথায় রেখে তৈরি করা হয়েছে। অথচ এখন ছেলেরাও যৌন নিগ্রহের শিকার হচ্ছে। তাই বিলটি সিলেক্ট কমিটির কাছে পাঠানো হোক। অন্যদিকে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর সব বয়সীর শিশুর যৌন নির্যাতনের একই সাজা করার দাবি জানিয়েছেন। আরজেডি সাংসদ মনোজ কুমার ঝা অবশ্য আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এই বিল শিশু ধর্ষিতাদের জীবন সঙ্কটে ফেলে দিতে পারে। সরকার পক্ষের হয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজুজু বলেছেন, সাংসদরা বিলটির বিষয়ে যে সব মত দিয়েছেন সরকার সেই দিকগুলি নিশ্চয়ই ভেবে দেখবে। শিশু ধর্ষকদের মৃত্যুদন্ড দেয়ার দাবি দীর্ঘদিনের। গত ২১শে এপ্রিল শিশু ধর্ষণে মৃত্যুদন্ডের প্রস্তাব গৃহীত হয় কেন্দ্রীয় মন্ত্রিসভায়। এবার সংসদের দুই কক্ষেই এটি পাশ হয়েছে। বিলে ১৬ বছর বা তার নিচে নাবালিকা ধর্ষণের ন্যুনতম সাজা ১০ বছর থেকে বাড়িয়ে ২০ বছর করা হয়েছে। আরও বলা হয়েছে, দু’মাসের মধ্যে শিশু ধর্ষণের মামলার নিষ্পত্তি করতে হবে। দেশের মধ্যে এর আগে মধ্যপ্রদেশ ১২ বছর বা তার নিচে নাবালিকা ধর্ষণের শাস্কিত মৃত্যুদন্ড কার্যকর করে। তারপর রাজস্থান সেই পথ অনুসরণ করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status