শিক্ষাঙ্গন

কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রথম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়

স্টাফ রিপোর্টার

৫ আগস্ট ২০১৮, রবিবার, ৮:৫২ পূর্বাহ্ন

জাকজমপূর্ণ অনুষ্ঠানের মধ্যে শেষ হলো জাতীয় কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (এনসিপিসি-২০১৮)। প্রতিযোগিতায় ৭২টি বিশ্ববিদ্যালয় ২টি কলেজ ও ১টি পলিটেকনিক কলেজ থেকে ১৪৯ টি দলে মোট ৪৪৭ প্রতিযোগী অংশ নেয়। টানা পাঁচ ঘণ্টা ব্যাপী এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (Epinephrine) দল। প্রথম রানার আপ হয়েছে বুয়েট এর (Awww!) দল এবং দ্বিতীয় রানার আপ হয় ঢাকা বিশ্বিদ্যালয় এর (yuccbot.exe) দল। এছাড়াও দেশের ৮টি বিভাগের জন্য বিভাগীয় পর্যায়ে ৮টি, মেয়েদের মধ্যে একটি এবং দ্রুতম সময়ে সমস্যা সমাধানের জন্য ১০টি, সর্বমাট ২৯ টি পুরস্কার দেয়া হয়। এবার আয়োজক বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেজ এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি) সিএসই বিভাগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইউবিএটির ভিসি অধ্যাপক ড. আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক এনামুল কবির, প্রযোগিতার পরিচালনা কমিটির প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ এবং ACMICPC এর আঞ্চলকি প্রতিযোগিতার ড্ইারেক্টর অধ্যাপক ড. ফালগুনী গুপ্তা। আরও বক্তব্য রাখেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং এর ডীন প্রফেস ড. আবুল এল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইইউবিএটি এর সিএসই বিভাগের ডিন প্রফেসর ড. মনিরুল ইসলাম। প্রতিযোগিতার স্পন্সর ছিল বাংলাদশে কম্পিউটার কাউন্সিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, পাঠাও, SIMEC System ইউ এবং শিউর ক্যাশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status