ভারত

হোলি আর্টিজান হামলায় দুই অভিযুক্ত ভারতে লুকিয়ে

কলকাতা প্রতিনিধি

২৯ জুলাই ২০১৮, রবিবার, ৫:০৮ পূর্বাহ্ন

ভারতের গোয়েন্দাদের কাছে বিভিন্ন সুত্রে তথ্য এসেছে, ঢাকার গুলশানের হোলি আর্টিজান ক্যাফেতে হামলার দুই ফেরার অভিযুক্ত মামুনুর রশিদ রিপন ও শরীফুল ইসলাম খালিদ ভারতেই লুকিয়ে রয়েছে। কলকাতা পুলিশের এসটিএফের কাছেও এমন তথ্য আছে বলে জানা যায়। সম্প্রতি নয়াদিল্লী কাছে নয়ডায় ধৃত দুই জেএমবি জঙ্গী মুসারফ ওরফে মুসা ও রুবেলকে জেরা করে গোয়েন্দারা। তাদের সঙ্গে রিপন ও খালিদের যোগাযোগ রয়েছে কিনা তা জানার চেষ্টা করে। গত সপ্তাহে ঢাকা পুলিশ ক্যাফে হামলার ক্ষেত্রে অভিযোগপত্র দাখিল করেছে। এই অভিযোগ পত্রে ৮জনকে আসামী করা হয়েছে। এদের মধ্যে ৬জন কারাগারে থাকলেও রিপন ও খালিদ ধরাছোঁয়ার বাইরে। নয়ডায় ধৃত দুই জেএমবি জঙ্গিকে কলকাতা পুলিশের এসটিএফ জেরা করার জন্য ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে এসেছে। এদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এরা জেএমবির নতুন নতুন ক্লু খোঁজার চেষ্টায় লিপ্ত ছিল। উল্লেখ্য, বাংলাদেশ সরকার জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরুর পরেই জেএমবি জঙ্গিরা ভারতে এসে নিজেদের সংগঠিত করে। পশ্চিমবঙ্গের বীরভূম, বর্ধমান, নদীয়া ও মুর্শিদাবাদে এরা জেএমবির ঘাঁটি তৈরি করেছিল্। কিন্তু বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের পরেই জেএমবির তৎপরতা সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়। পুলিশ জেএমবি সদস্যদের দ্রুত ধরপাকড় করে জেলে পোড়ে। কিন্তু গোপনে এই দলের ফেরার সদস্যরা সংগঠিত হবার জন্য নানা কৌশল অবলম্বন করে চলছে। এমনকি জাল টাকা পাচার ও চোরাই বাইক পাচারের সঙ্গেও এরা যুক্ত হযেছে বলে পুলিশ জানতে পেরেছে। কলকাতা পুলিশের গোয়েন্দা সুত্রে বলা হযেছে, অর্থের টান পড়ায় জেএমবি জঙ্গীরা চোরাই কারবারে নেমে অর্থ সংগ্রহ করছে। তবে গোয়েন্দারা গোটা চক্রের খোঁজার কাজে লিপ্ত রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status