ভারত

সেপ্টেম্বরে খুলে দেওয়া হবে শান্তিনিকেতনের বাংলাদেশ ভবন

কলকাতা প্রতিনিধি

২৭ জুলাই ২০১৮, শুক্রবার, ১১:০১ পূর্বাহ্ন

আগামী  সেপ্টেম্বরে বাংলাদেশ উৎসবের মধ্য দিয়ে খুলে দেওয়া হবে শান্তিনিকেতনের বাংলাদেশ ভবন। গত বৃহষ্পতিবার বিশ্বভারতীর সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদের এক আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে বিশ্বভারতী কর্ত্যপক্ষ রবীন্দ্রনাথের মৃত্যুদিন ২২ শে শ্রাবণ বাংলাদেশ ভবন সকলের জন্য উন্মুক্ত করতে চেয়েছিলেন। গত ২৫ মে বিশ্বভারতীতে বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত বাংলাদেশ ভবনের উদ্বোধন করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ভবনে রয়েছে একটি সংগ্রহশালা, একটি লাইব্রেরি এবং আন্তর্জাতিক মানের একটি অডিটরিয়াম। কিন্তু গত দু মাস ধরে বাংলাদেশ ভবন বন্ধই রয়েছে। বহু বাংলাদেশি পর্যটক শান্তিনিকেতনে গিয়ে বাংলাদেশ ভবনের গেট বন্ধ থাকায় হতাশই হয়েছেন। জানা গেছে, নিরাপত্তাসহ অন্যান্য পরিকাঠামো নির্মাণের কাজ সম্পূর্ণ না হওয়ায় সর্বসাধারণের জন্য খুলে দেওয়া যাচ্ছিল না বাংলাদেশ ভবন। বৃহষ্পতিবারের বৈঠকে ঠিক হয়েছে, আগামী সেপ্টেম্বর মাসে বাংলাদেশ সরকারে উদ্যোগে ও বিশ্বভারতীর সহযোগিতায় নবনির্মিত বাংলাদেশ ভবনে তিন দিনের ‘বাংলাদেশ উৎসব’-এর আয়োজন করা হবে। সেই সময়ই বাংলাদেশ ভবনের সংগ্রহশালাটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রকের যুগ্মসচিব মুজিবর আল মামুন, বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব আব্দুল মান্নান ইলিয়াস ও কলকাতাস্থ বাংলাদেশ উপদূতাবাসের সচিব মহম্মদ সাইফুল ইসলাম। বিশ্বভারতীর পক্ষে বৈঠকে অংশ নিয়েছিলেন বাংলাদেশ ভবনের কো-অর্ডিনেটর অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধ্যায়, রবীন্দ্রভবনের প্রাধিকারিক নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়সহ অনান্য আধিকারিকেরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status