অনলাইন

যশোরে রেল লাইন থেকে ২ যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, যশোর থেকে

২৩ জুলাই ২০১৮, সোমবার, ৩:৩৮ পূর্বাহ্ন

যশোর সদর উপজেলার বারীনগর-মথুরাপুর মাঠপাড়া এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত দুজনের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। নিহত দুইজনের মধ্যে একজনের শরীর থেকে মাথা  বিচ্ছিন্ন । আর অপরজনের শরীর থেকে হাত-পা বিচ্ছিন্ন। আজ সোমবার সকালে এ লাশ দুটি উদ্ধার করা হয়। দুইজনের শরীর রেলে কাটা পড়ে ছিন্নভিন্ন হয়ে গেছে। রেল পুলিশের ধারণা, কোন দুর্বৃত্তচক্র এই দুজনকে হত্যার পর লাশ রেললাইনের ওপরে ফেলে গেছে। ভোরে খুলনামুখী কোনো ট্রেনে কাটা পড়ার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।
যশোর জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মনির হোসেন জানান, সকাল ছয়টার দিকে হৈবতপুর ইউপি সদস্য শাহজাহান তাকে জানান যে, রেললাইনের ধারে দুজনের ছিন্নভিন্ন মরদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করেন।

তিনি আরো বলেন, তারা ধারণা করচ্ছে, ওই দুইজনকে হত্যা করে মরদেহ দুটি রেললাইনের পরে ফেলে দেয়ার পর রেলে কাটা পড়ে তাদের শরীর ছিন্নভিন্ন হয়ে গেছে। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
নিহতদের একজনের পরনে জিন্সের প্যান্ট এবং অপরজনের পরনে সাদা চেক লুঙি ছিল। তাদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে বলে পুলিশ সুরতহাল রিপোর্টে উল্লেখ করেছেন।

জিআরপি পুলিশ মরদেহ দুটো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।     এ বিষয়ে যোগাযোগ করা হলে যশোর কোতয়ালী থানার ওসি অপূর্ব হাসান জানান, সকালে তিনি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠান। তার আগেই তিনি বিষয়টি খুলনা জিআরপি পুলিশকে অবহিত করেন। ধারনা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকা-। কোন দুর্বৃত্তচক্র এই দুইজনকে হত্যার পর মরাদেহ রেল লাইনের ওপর ফেলে গেছে। পরে রেলে কাটা পড়ে তাদের শরীর ছিন্নভিন্ন হয়ে গেছে।  বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status