খেলা

অভিমানে জার্মানিকে ওজিলের বিদায়

স্পোর্টস ডেস্ক

২৩ জুলাই ২০১৮, সোমবার, ৩:০৮ পূর্বাহ্ন

রাগে-ক্ষোভে জার্মানির জার্সিকে বিদায় বলে দিলেন মেসুত ওজিল। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ২৯ বছর বয়সী এই তারকা মিডফিল্ডার। বিশ্বকাপ শুরুর আগে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে দেখা করেন ওজিল। এটিই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। জার্মানির সঙ্গে তুরস্কের শীতল সম্পর্ক। গত মাসে লন্ডনের এক অনুষ্ঠানে এরদোয়ানের সঙ্গে ছবি তোলার সময় ওজিলের সঙ্গে ছিলেন জাতীয় দলের সতীর্থ ইকেই গুন্ডোগান। দুইজনই তুরস্কের বংশোদ্ভূত জার্মান খেলোয়াড়। ব্যাপারটি ভালোভাবে নেয়নি জার্মানি ও দেশের সমর্থকরা। এজন্য মাঠে ধুয়োধ্বনি শুনতে হয়। বিশ্বকাপে জার্মানির ব্যর্থতায় ওজিলকে কাঠগড়ায় তোলা হয়। এবার গ্রুপ পর্বেই বিদায় নেয় ২০১৪ আসরের চ্যাম্পিয়নরা। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-০ গোলে হার দেখা শেষ ম্যাচের পর উগ্র দর্শকদের সঙ্গে বিত-ায় জড়ান ওজিল। অবসর ঘোষণার পেছনে জার্মানি ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) আচরণকে দায়ী করেন ওজিল। বর্ণবাদ ও সম্মানহানির বিষয়টি অবসরের সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করেন আর্সেনাল তারকা। নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ডে ওজিল পরিষ্কারভাবে জানিয়ে দেন জার্মানির হয়ে আর খেলতে চান না। সাবেক এই রিয়াল মাদ্রিদ প্লে-মেকার বলেন, ‘আমি আর জার্মানি জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে চাই না। আমি বর্ণবাদ ও অবমাননার শিকার।’ ২০০৯ সালে অভিষেকের পর জার্মানির জার্সিতে ৯২ ম্যাচে ২৩ গোল করেন ওজিল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status