অনলাইন

নেতাকর্মীকে থানায় নিলে থানা ঘেরাও করতে হবে

স্টাফ রিপোর্টার

২৩ জুলাই ২০১৮, সোমবার, ২:৪৬ পূর্বাহ্ন

বিএনপির কোন নেতাকর্মীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেলে থানা ঘেরাও করতে হবে বলে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম এর আয়োজনে তিন সিটি নির্বাচনে গ্রেপ্তার আতংক, সেনা মোতায়েনের প্রয়োজনীয়তা এবং জনগণের প্রত্যাশা' শীর্ষক এক আলোচনাসভায় তিনি একথা বলেন।

আমির খসরু বলেন, যেখানে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। থানায় নিলে থানা ঘেরাও করতে হবে। যেসব পুলিশ কর্মকর্তা নির্বাচনী নীল নকশার সঙ্গে জড়িত তাদের তালিকা করে জনসম্মুখে উন্মুক্ত করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ সম্পূর্ণ জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তারা জানে জনগণ তাদের সঙ্গে নেই। এখন তারা প্রশাসন ও  আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরশীল। স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো হচ্ছে এতে আওয়ামী লীগের কোনো ভূমিকা নেই। সব পরিচালনা করছে পুলিশ, র‌্যাব, বিজিবি আর গোয়েন্দা বাহিনীর সদস্যরা।

সিলেটে ধানের শীষের পক্ষে গণজোয়ার বন্ধ করতে আবার গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে অভিযোগ করে তিনি বলেন, এখন গ্রেপ্তার করার জন্য নতুন প্রক্রিয়া শুরু করেছে। সিলেটে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন, রাজশাহীতে ককটেল হলো তাদের নতুন কৌশল।
কুষ্টিয়ায় মাহমুদুর রহমানের ওপর হামলার বিষয়ে বিএনপির এই নেতা বলেন, একজন সম্পাদকের ওপরে  হামলা অত্যন্ত দু:খজনক। এ ধরণের হামলা সরকারের পতনকে ত্বরান্বিত করবে।

 আলোচনাসভায় সংগঠনটির সভাপতি একেএম মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীরের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল,  আবু নাসের মুহম্মদ রহমাতুল্লাহ, ফরিদ উদ্দিন,  লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না,  কৃষকদল নেতা শাহজাহান মিয়া স¤্রাট প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status