খেলা

গায়ানায় সাকিব-তামিম জুটির যত রেকর্ড

স্পোর্টস ডেস্ক

২৩ জুলাই ২০১৮, সোমবার, ১:৪১ পূর্বাহ্ন

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৮ রানের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। গতকাল বাংলাদেশের দুর্দান্ত জয়ে দারুণ অবদান রাখেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। দলীয় ১ রানে প্রথম উইকেট হারানোর পর দুইজনের ২০৭ রানের জুটি পথ দেখায় বাংলাদেশকে। ৩ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন সাকিব। ১৩০ রানে অপরাজিত থাকেন তামিম। ওয়ানডেতে সাকিব-তামিমের জুটি বেশ কয়েকটি রেকর্ডের জন্ম দেয়। এক নজরে দেখে নিন:
* ওয়ানডেতে বাংলাদেশের দুইশ’ ছাড়ানো দ্বিতীয় জুটি এটি। গত বছরের জুনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২২৪ রানের রেকর্ড পার্টনারশিপ গড়েন সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ।
* ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। ২০১২ সালে খুলনায় আগের ১৭৪ রানের রেকর্ডটি করেন মুশফিকুর রহিম ও এনামুল হক।
* প্রভিডেন্স স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে  যেকানো সফরকারী দলের এটাই সর্বোচ্চ জুটির রেকর্ড। এ তালিকায় দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়া ও মাহেলা জয়াবর্ধনের ২০০৭ সালে করা ১৮৩ রানের পার্টনারশিপ।
* ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সফরকারী দলের দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ ও যেকোনো উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের পার্টনারশিপ এটি। দ্বিতীয় উইকেট জুটির আগের রেকর্ডটি হয় ২০০৭ বিশ্বকাপে। ভারতের সৌরভ গাঙ্গুলি ও বীরেন্দর শেবাগ ২০২ রানের জুটি গড়েন বারমুডার বিপক্ষে। আর ৭ রান যোগ হলেই যেকোনো উইকেটে সফরকারী দলের সর্বোচ্চ রানের জুটি টপকে যেতেন সাকিব ও তামিম। কিংস্টোনে ২০১৩ সালে ত্রিদেশীয় সিরিজে ভারতের বিপক্ষে ২১৩ রানের রেকর্ড জুটি উপহার দেন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে ও উপুল থারাঙ্গা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status