দেশ বিদেশ

চট্টগ্রাম-মদিনা রুটে প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন

স্টাফ রিপোর্টার

২৩ জুলাই ২০১৮, সোমবার, ৯:৫৪ পূর্বাহ্ন

চট্টগ্রাম-মদিনা রুটে হজ ফ্লাইট উদ্বোধন করা হয়েছে। গতকাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফ্লাইটের উদ্বোধন করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক এ এম মোসাদ্দিক আহমদ। এ উপলক্ষে শাহ আমানত বিমানবন্দরের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিমান কর্তৃপক্ষ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোসাদ্দিক আহমদ বলেন, এ বছর প্রায় এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ যাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩ হাজার ৫৯৯ জন যাত্রী ১৫৫টি ডেডিকেটেড এবং ৩২টি শিডিউল ফ্লাইট পরিচালনার মাধ্যমে পরিবহন করবে। বিমানের যাত্রীদের মধ্যে সাত হাজার ১৯৮ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৫৬ হাজার ৪০১ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন। এসব যাত্রী পরিবহনের জন্য তিনটি নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ ইআর এবং লিজের একটি বোয়িং উড়োজাহাজ প্রস্তুত রাখা হয়েছে। চট্টগ্রাম- মদিনা হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ, চট্টগ্রামের জেলা ব্যবস্থাপক সজল কান্তি বড়ুয়া, স্টেশন ব্যবস্থাপক গোলাম নাসের আজমী ও ব্যবস্থাপক (জনসংযোগ) তাছমিন আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status