বাংলারজমিন

৫ জেলায় দুর্ঘটনায় নিহত ৯

বাংলারজমিন ডেস্ক

২৩ জুলাই ২০১৮, সোমবার, ৯:৪৯ পূর্বাহ্ন

দেশের ৫ জেলায় সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে রংপুরে ৪, নাটোরে ২, বিশ্বনাথে ১, চাঁপাই নবাবগঞ্জে ১ ও সখীপুরে ১ জন নিহত হয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে:
রংপুরে ৪
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে: রংপুরে যাত্রীবাহী বাসের চাপায় ৪ অটোরিকশা যাত্রী নিহত হয়েছে। গতকাল সকালে নগরীর হাজিরহাট মন্থনা এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে ৬ জন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সাজু মিয়া ও চান্দু মিয়া। তাদের বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার উত্তর সিঙ্গেরগাড়ি গ্রামে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত নিহত দু’জনের পরিচয় সন্ধানে নেমেছে পুলিশ। নিহত দু’জনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সাজু মিয়া ও চান্দ মিয়া তাদের বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার উত্তর সিঙ্গেরগাড়ি গ্রামে। অপরজনের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। রংপুর কোতোয়ালী থানার এসআই মনোয়ার জানান, আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাটোরে ২
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:  বড়াইগ্রাম ও লালপুর উপজেলার সীমান্ত এলাকা দাঁইরপাড়ায় যাত্রীবাহী বাস ও বালু ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়েছে। শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কদিমচিলান দাইরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাটোরের সিংড়া উপজেলার রুদ্রবাড়িয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে ট্রাক চালক মফিজুল ইসলাম (২৮) ও একই উপজেলার চৌগ্রামের আকবর আলীর ছেলে ট্রাকের হেলপার মোহাম্মদ আমীন (২০)।
বিশ্বনাথে ১
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বাসের ছাদ থেকে অসাবধানতাবশত পা ফসকে পড়ে সুবেল মিয়া (২৬) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পূর্ব শ্বাসরাম গ্রামের মৃত আনর আলীর পুত্র। গতকাল দুপুর ২টার দিকে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের বাগিছাবাজার এলাকার বগিরছক নামক স্থানে এ ঘটনা ঘটে।  
চাঁপাই নবাবগঞ্জে ১
চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাই নবাবগঞ্জ শহরের কল্যাণপুরে রোববার সকালে মিশুক চাপায় আবদুল্লাহ আল হুজাইফা নামে দেড় বছর বয়সের এক শিশু নিহত হয়েছে। নিহত আবদুল্লাহ আল হুজাইফা কল্যাণপুর এলাকার গোলাম রসুলের ছেলে।
সখীপুরে ১
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় ইদ্রিস আলী (৫৫) নামের এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার গোপিনপুর-সখীপুর সড়কের মহান্দনপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইদ্রিস আলী উপজেলার ইন্দারজানি গ্রামের ইয়ার মাহমুদের ছেলে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status