বাংলারজমিন

টু ক রো খ ব র

২৩ জুলাই ২০১৮, সোমবার, ৯:৪৯ পূর্বাহ্ন

হাতিয়ায় ২ বোনকে গণধর্ষণ
স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নে দুই বোন (২৩) ও (১৮) গণধর্ষণের শিকার হয়েছে। ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য (মেম্বার) বেলাল হোসেন’কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার বেলাল হোসেন জাহাজমারা ৯নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে জাহাজমারা ইউনিয়নের আমতলী গ্রামের আজীম নগর এলাকায় স্থানীয় ইউপি সদস্য বেলাল তার লোকজন নিয়ে ভিকটিমদের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।
এ সময় তারা দুই ভিকটিমের বড় বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে ছোট দুই বোনকে পালাক্রমে ধর্ষণ করে। পরে তারা ভিকটিমের বড় বোনকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে পালিয়ে যায়। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার বিষয়টি নিশ্চিত করে মানবজমিনকে জানান, ঘটনায় ধর্ষিতাদের বড় বোন বাদী হয়ে মেম্বারকে প্রধান আসামি ও আরো পাঁচ জনের নাম উল্লেখ করে থানায় একটি গ্যাং রেপের মামলা করেছেন। মামলার প্রধান আসামি বেলাল মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরো জানান, গতকাল ২২শে জুলাই সকালে গ্রেপ্তার মেম্বারকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমদের উদ্ধার করে মেডিকেল টেস্টের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আজ সোমবার আদালতের মাধ্যমে ভিকটিমদের ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হবে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  

নোবিপ্রবিতে ৯ম ব্যাচের শিক্ষা সমাপনী
স্টাফ রিপোর্টার নোয়াখালী থেকে: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৯ম ব্যাচের ‘এসো প্রাণের বন্ধনে, মিলি নবসৃষ্টির উল্লাসে’ শীর্ষক ‘শিক্ষা সমাপনী’ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। গতকাল সকালে প্রশাসনিক ভবনের সামনে কেক কেটে ও বেলুন-পায়রা উড়িয়ে তিনি এর উদ্বোধন করেন। নোবিপ্রবি ৯ম ব্যাচের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, শিক্ষক সমিতির সভাপতি ড. আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক এম গোলাম মোস্তফা ও কৃষি বিভাগের চেয়ারম্যান ড. মো. আতিকুর রহমান ভূঞা প্রমুখ। পরে সকলে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় নোবিপ্রবি বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মিঠাপুকুরে কিশোরের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে: রংপুরের মিঠাপুকুরে ধানক্ষেত থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল এলাকাবাসী লাশটি দেখতে পায়। কিশোরের নাম শাহীন মিয়া (১৬)। সে বালারহাট ইউনিয়নের বুজরুক শেরপুর গ্রামের কৃষক মোজাম্মেল হকের ছেলে। কিশোরের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শাহীন মিয়া শুক্রবার দুপুরে খাবার পর বাড়ি থেকে বাইরে যায়। এরপর সে আর ফিরে আসেনি। তার স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। গতকাল সকালে ধানক্ষেতে একটি অগভীর নলকূপের ঘরে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে স্বজনেরা লাশটি শাহীন মিয়ার বলে শনাক্ত করে। তার বাবা মোজাম্মেল হক জানান, ছেলে ক’দিন ধরে অসংলগ্ন আচরণ করছে। মিঠাপুকুর থানার ওসি মোজাম্মেল হক বলেন, কিশোর শাহীন মানসিক ভারসাম্যহীন। সে আত্মহত্যা করে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তাই, তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সখীপুরে পানিতে ডুবে নিহত ১
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে পানিতে ডুবে নজরুল ইসলাম (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। রোববার দুপুরে উপজেলার কালিয়া ইউনিয়নের বানিয়ারছিট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোর ওই গ্রামের ইতালী প্রবাসী খলিলুর রহমানের ছেলে। স্থানীয় ইউপি সদস্য কিসমত আলী জানান, নিহত নজরুল কিছুটা প্রতিবন্ধী ও মৃগী রোগী ছিলেন। রোববার দুপুরে এলাকার কিছু ছেলে-পেলে বাড়ির অদূরে ধানক্ষেতে মাছ ধরতে যায়। এ সময় কিশোর নজরুল ইসলামও ওই ছেলেদের সঙ্গে মাছ ধরতে যায়। মাছ ধরার সময়ে মৃগী রোগটি বৃদ্ধি পেয়ে ক্ষেতের কাদাপানির মধ্যে উপুড় হয়ে পড়ে সে মারা যায়। প্রতিবন্ধী কিশোরের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোক নেমে এসেছে।

হাজীগঞ্জে পুকুরে ডুবে ভাইবোনের মৃৃত্যু
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের বাড্ডা পাটওয়ারী বাড়িতে পুকুরে পড়ে দুই মামাতো ফুফাতো ভাইবোনের মৃৃত্যু হয়েছে। রোববার দুপুর বাড়ির পার্শ্ববর্তী পুকুরে তাদের মৃতদেহ ভেসে ওঠে। মৃত শিশুরা হলো- পাটওয়ারী বাড়ির কামরুল পাটওয়ারীর ছেলে আসিফ পাটওয়ারী (৪) ও কামরুলের ছোট বোন কুসুম বেগমের মেয়ে তানিশা আক্তার (৬)। তানিশার বাবার বাড়ি কচুয়া উপজেলার হাসিমপুর গ্রামে। সে ওই গ্রামের দিদার হোসেনের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, কামরুলের ছোট বোন কুসুম বেগম বাবার বাড়িতে বেড়াতে আসে। সকাল ১১ ঘটিকার দিকে মেয়ে তানিশা আক্তার ও আসিফ নিখোঁজ হয়। পরে পুকুরের ঘাটে তাদের মৃতদেহ ভেসে উঠতে দেখে। তাৎক্ষণিক হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাইবোন। হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. জাবেদুল ইসলাম মামাতো ফুফাতো দুই ভাইবোনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status