দেশ বিদেশ

৫০ হাজার টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাবেন মুক্তিযোদ্ধারা

স্টাফ রিপোর্টার

২৩ জুলাই ২০১৮, সোমবার, ৯:৪০ পূর্বাহ্ন

উপজেলা, জেলা, বিভাগীয় ও বিশেষায়িত সরকারি হাসপাতালে ৫০ হাজার টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন মুক্তিযোদ্ধারা। এজন্য হাসপাতালগুলোকে ১০ থেকে ১৫ লাখ টাকা অগ্রিম দেবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এই সেবা দিতে গতকাল স্বাস্থ্যসেবা বিভাগ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এতে স্বাক্ষর করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খান ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব অপরূপ চৌধুরী। এ সময় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, এই চুক্তির আওতায় মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা জীবন সায়াহ্নে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত, তারা দেশের সব উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অবস্থিত সকল পর্যায়ের সরকারি হাসাপাতাল বা সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে বিনামূল্যে বা স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিতে পারবেন। এছাড়াও দেশের ১৪টি বিশেষায়িত হাসপাতালেও চিকিৎসা নিতে পারবেন। সরকারের তহবিল থেকে বিশেষ করে দেশের হাট-বাজার ইজারা দেয়ার ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের কল্যাণে যে চার শতাংশ হারে রাজস্ব আদায় করা হয়, তা এই চিকিৎসা খাতে ব্যয় করা হবে। বর্তমানে ১ লাখেরও কিছু বেশি মুক্তিযোদ্ধা জীবিত আছেন। প্রাথমিক পর্যায়ে প্রত্যেক মুক্তিযোদ্ধার চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হলেও আগামীতে তা দুই লাখ টাকায় উন্নীত করা হবে। হাসপাতালগুলোতে সরকারি ব্যবস্থাপনায় থাকা সকল সুযোগ-সুবিধার বাইরে প্রয়োজন হলে এই বরাদ্দ থেকে মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় ব্যয় করা হবে। অর্থাৎ সরকারি হাসপাতালগুলোতে কোনো টেস্ট বা ওষুধের ব্যবস্থা না থাকলে তখন বেসরকারি হাসপাতাল থেকে সেই সেবা নেয়ার ক্ষেত্রে বরাদ্দ দেয়া টাকা থেকে ব্যয় করা হবে। মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য আমরা ১৪টি বিশেষায়িত হাসপাতালকে ১৫ লাখ টাকা করে অগ্রিম দিয়ে রাখবো। এ ছাড়া মুক্তিযোদ্ধার সংখ্যা অনুযায়ী উপজেলা, জেলা, বিভাগীয় হাসপাতালগুলোকে ১০ থেকে ১৫ লাখ টাকা করে দেব। একজন মুক্তিযোদ্ধা ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা সহযোগিতা পাবেন। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, মুক্তিযোদ্ধারা দেশের সূর্য সন্তান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status