অনলাইন

মাহমুদুর রহমানের ওপর হামলার ঘটনায় নিন্দা ঢাবি শিক্ষকদের

স্টাফ রিপোর্টার

২২ জুলাই ২০১৮, রবিবার, ৯:৩৫ পূর্বাহ্ন

প্রকৌশলী মাহমুদুর রহমানের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদাদল। আজ রাতে এক বিবৃতিতে সংগঠনের আহবায়ক অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান বলেন, কুষ্টিয়ার অদালতে একটি মামলায় হাজিরা দিয়ে জামিন প্রাপ্ত হওয়ার পরেও সন্ত্রাসীদের দ্বারা দীর্ঘক্ষণ অবরুদ্ধ থেকে আদালত চত্বরেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে সন্ত্রাসীদের নির্মম হামলায় গুরুতর আহত হয়েছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমান। সংবাদ মাধ্যমের একজন বয়োজ্যেষ্ঠ সম্পাদকের ওপর এধরণের বর্বোরোচিত অক্রমণ কোন সভ্য সমাজে কল্পনাও করা যায় না। আদালত চত্বরে এই হামলা একটি জঘন্য নজির হয়ে থাকবে। আমরা এই ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন শিক্ষকরা। বিবৃবিতে আরো স্বাক্ষর করেন-অধ্যাপক ড. মো. আবদুর রশীদ, অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, অধ্যাপক ড. সদরুল আমিন, অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস, অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক মুক্তার আলি, মো. আল আমিন, রাশীদ মাহমুদ, অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, অধ্যাপক ড. মামুন আহমেদ, অধ্যাপক ড. মো. মেহেদী মাসুদ, অধ্যাপক ড. নুরুল আমিন, ইসরাফিল প্রামাণিক, অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী, অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম, অধ্যাপক মো. মাহফুজুল হক, অধ্যাপক ড. কামরুজ্জামান, অধ্যাপক ড. মো. এমরান কাইয়ুম, অধ্যাপক ড. মো. এনামুল হক, অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ূয়া, অধ্যাপক ড. মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া, অধ্যাপক ড. মো. আসলাম হোসেন, অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, অধ্যাপক আ কা ফিরোজ আহমদ প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status