শিক্ষাঙ্গন

কোটা সংস্কার আন্দোলন

জাবিতে প্রতীকি বই সমর্পণ শিক্ষার্থীদের

জাবি প্রতিনিধি

২২ জুলাই ২০১৮, রবিবার, ৬:১৭ পূর্বাহ্ন

অবিলম্বে কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি, গ্র্রেপ্তারকৃতদের মুক্তি, আন্দোলনে হামলাকারীদের বিচার ও ধর্ষণের হুমকিদাতাদের শাস্তি নিশ্চিত করার দাবিতে প্রতীকি বই সমর্পণ কর্মসূচী পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ কর্মসূচী পালন করেন তারা। একই দাবিতে আজ সপ্তম দিনের মত ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা।
এদিকে, কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও হামলার প্রতিবাদকারী শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে আজ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও সচেতন শিক্ষকবৃন্দ।
শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ কর্মসূচির ফলে বিশ^বিদ্যালয়ের বেশিরভাগ বিভাগে আজ কার্যত কোন ক্লাস-পরীক্ষা হয়নি। তবে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক ছিল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status