অনলাইন

বাকৃবিতে অগ্নিকান্ডে

পুনর্মিলনী মঞ্চ ও প্যান্ডেল পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ

২২ জুলাই ২০১৮, রবিবার, ১২:২৩ অপরাহ্ন

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে বঙ্গবন্ধু চত্বরে ভয়াবহ অগ্নিকান্ডে ৫৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাজানো মঞ্চ ও প্যান্ডেল পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে  ময়মনসিংহের চারটি ও ত্রিশালের একটিসহ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আজ ওই মঞ্চে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। অনুষ্ঠানে চার হাজার ৩০০ গ্র্যাজুয়েট ও তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণ করার কথা।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক দীন মোহাম্মদ দীনু বলেন, ঘণ্টাখানেক আগে আতশবাজি হয়েছে। কোনকিছু বুঝে ওঠার আগেই প্যান্ডেলে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। প্যান্ডেলে ৫ হাজার মানুষের বসার ব্যবস্থা করা হয়েছিল। প্যান্ডেলের ভেতরের চেয়ার-টেবিল, চারটি এলইডি স্ক্রিন পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানান কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রহমান জানান, আমাদের ৬ টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ময়মনসিংহ জেলা ও পুলিশ প্রশাসনের তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ে এমন ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা তদন্তে পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন করেছে ময়মনসিংহ জেলা ও পুলিশ প্রশাসন।
জেলা প্রশাসক (ডিসি) ড. সুভাষ চন্দ্র বিশ্বাস জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. নায়েরুজ্জামানকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status