দেশ বিদেশ

সরকারি রাজেন্দ্র কলেজ মিলনমেলা- ঢাকার রেজিস্ট্রেশন শুরু

স্টাফ বিপোর্টার

২২ জুলাই ২০১৮, রবিবার, ১১:৪১ পূর্বাহ্ন

ফরিদপুর তথা দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি রাজেন্দ্র কলেজ। এ কলেজের সাবেক ও বর্তমান শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা আগামী ১৫ই সেপ্টেম্বর ঢাকায় বাংলা একাডেমিতে মিলনমেলায় মিলিত হবেন। এ উপলক্ষে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ২০শে জুলাই (শুক্রবার) ঢাকায় আর ফরিদপুরে শুরু হয়েছে রাজেন্দ্রিয়ান মিলনমেলা, ঢাকা-২০১৮ এর রেজিস্ট্রেশন। চলবে ৩১শে আগস্ট ২০১৮ পর্যন্ত। জনপ্রতি ৫০০ টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশনের জন্য অনুরোধ জানিয়েছেন আয়োজকরা। রেজিস্ট্রেশন করতে কতগুলো স্পট নির্ধারণ করা হয়েছে। এখানে সেসব স্পট ও ব্যক্তির নাম ঠিকানা দেয়া হলো। রেজিস্ট্রেশন স্পট: ঢাকায়- বাংলা একাডেমি (ড. তপন বাগচী, ড. মো. শহীদুল্লাহ ভবন, কক্ষ-৮০৪): ০১৯৭১-০৬৭৯০৯; বাংলা মোটর/ইস্কাটন গার্ডেন (শাকিল বিপ্লব/ মো. এনায়েত হোসেন, সিমেক্স গ্রুপ, ২৬ ইস্কাটন গার্ডেন): ০১৭১২২২০৬৩৬/০১৭১১৬৮২৮৬৭; কাঁটাবন মোড় (সৈয়দ আনোয়ারুল হক মনা, ২৫৩-২৫৪ কনকর্ড এম্পোরিয়াম মার্কেট): ০১৭১১-৬৩০৮৮৮; ইসলামপুর (মেহেদী হাসান চৌধুরী চন্দন, ইউসিবিএল, লায়ন টাওয়ার): ০১৯২১-৬৮৫৪১৪; পান্থপথ (চিন্ময় কর, আরশি হোমস লি:, গুডলাক সেন্টার- ৬ষ্ঠ তলা): ০১৮১৯-৪০৫৮১৬; বারিধারা (রাশেদ আহসান, একাত্তর টিভি, ৫৭ সোহরাওয়ার্দী এভিনিউ): ০১৮৪১-৭১০৩১০; কাওরান বাজার (রাজীব): ০১৮১৯-২৯০৫৯০; বনানী (মো. আনিসুজ্জামান রানা, কনকর্ড স্পেস, এ আর টাওয়ার-১৩ তলা, ২৪ কামাল আতাতুর্ক এভিনিউ): ০১৭১৩-০৩৯১৫৯; উত্তরা (মঞ্জু): ০১৭১৫-৪৯০৪৭০; উত্তরা (মাহবুবুর রহমান সোহেল): ০১৭১১-১৫৪১৫৯; ফকিরাপুল (মোস্তফা কামাল): ০১৭১৪-০৮২২৬৫; ফরিদপুরে-ঝিলটুলি (মাসুদা বুলু): ০১৭৫১৭০৪০১৩, শওকত জাহিদ: ০১৭১২০৮০৭৬৬; কোর্ট চত্বর (রকীব উদ্দিন মাসুম): ০১৭৯৪-২৮৯৫১২; নতুন বাসস্ট্যান্ড (সঞ্জয় সাহা): ০১৭৯১-৯৫৫১৪৯। ডা. মির্জা আরিফ, ‘শাজাহানপুর ডেন্টাল’, ৬৯৮ উত্তর শাজাহানপুর (দোতলা)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status