দেশ বিদেশ

নির্বাচনের জন্য সরকারকে এমাজউদ্দীনের ৪ শর্ত

স্টাফ রিপোর্টার

২২ জুলাই ২০১৮, রবিবার, ৯:৫৫ পূর্বাহ্ন

চারটি শর্ত পূরণ হলে আগামী নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ। তিনি বলেছেন, গণতন্ত্রের প্রথম শর্ত হচ্ছে নির্বাচন। তাই গণতন্ত্রের স্বার্থে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এই নির্বাচন গ্রহণযোগ্য করতে হলে সরকারকে চারটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত- বর্তমানে বিএনপির চেয়ারপারসনসহ সারা দেশের বিভিন্ন দলের ২০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে ৭৮ হাজার মামলা রয়েছে। এগুলো প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়ত- নির্বাচনের তফসিলের আগে চলমান জাতীয় সংসদ ভেঙে দিতে হবে। তৃতীয়ত- প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি মিলে নির্বাচনকালীন সরকার গঠন করবেন। এতে বৃহত্তম বিরোধী দল হিসেবে বিএনপিকে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ ৩-৫টি মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে হবে। যাতে তারা সঠিকভাবে নির্বাচনের জন্য কাজ করতে পারে। চতুর্থ হলো- ভোটাররা যাকে খুশি তাকে ভোট দিতে পারে, পাশাপাশি প্রার্থীরা যেন সকল ভোটারের কাছে গিয়ে ভোট চাইতে পারে- সেই পরিবেশ তৈরি করতে হবে। গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমানের মিথ্যা মামলা ও দণ্ডাদেশ প্রত্যাহারের দাবিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব শর্তের কথা বলেন। মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে। এমাজউদ্দীন আহমদ বলেন, স্বাধীনতার পর এখন পর্যন্ত তিনবার গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এর মধ্যে প্রথমবার ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়। এরপর ১৯৯১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করে গণতন্ত্রকে ফিরিয়ে আনা হয়। তারপর ২০০৭ এবং ২০১৪ সালের ৫ই জানুয়ারিতে আবার গণতন্ত্রকে হত্যা করা হয়। এসময় তিনি বলেন, এই নিহত গণতন্ত্রকে খালেদা জিয়াই আবার পুনরুদ্ধার করবেন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, খালেদা জিয়াকে নিয়েই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মুক্তির জন্য আইনি সহায়তার পাশাপাশি গতকাল সমাবেশ করে যে শক্তি দেখিয়েছে বিএনপি সেই শক্তিকে কাজে লাগাতে হবে। নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে রাজপথে থেকে সেই শক্তি দেখাতে হবে। বর্তমান সরকারের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, শিক্ষামন্ত্রী দেশের শিক্ষাব্যবস্থাকে কবরে নিয়ে গেছে। এ কারণে গতকালও তিনজন এইচএসসি শিক্ষার্থী মারা গেছে। সংগঠনের সভাপতি এসএম জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বক্তব্য দেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status