দেশ বিদেশ

বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সঠিক পরিকল্পনার অভাবে বিদ্যুৎ বিতরণে সংকট

স্টাফ রিপোর্টার

২২ জুলাই ২০১৮, রবিবার, ৯:৫৪ পূর্বাহ্ন

সঠিক সময়ে সঠিক পরিকল্পনা না করায় বিদ্যুৎ বিতরণে সংকট তৈরি হয় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল ঢাকার খিলক্ষেতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জেনারেল ম্যানেজার (জিএম) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। হবিগঞ্জে একটি সাবস্টেশন নির্মাণ এবং ভোলায় ওভারলোডেড ট্রান্সফরমারের প্রসঙ্গ তুলে তা সংস্কারের কথা বলা হলে প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, এখন এতটা এসে এসব কেন বলা হচ্ছে? এসব পরিকল্পনা তো আরো আগে হওয়া উচিত ছিল। আরইবি’র পক্ষ থেকে জিএম সম্মেলনে বলা হয় হবিগঞ্জে ওভারলোডেড সাবস্টেশনের কারণে নতুন গ্রাহক তৈরিতে সমস্যা হচ্ছে আর পুরাতন গ্রাহকরাও মানসম্মত বিদ্যুৎ পাচ্ছে না। অন্যদিকে ভোলার ট্রান্সফরমার ওভারলোড সমস্যা দূর না করলে ভোলা অন্ধকারে তলিয়ে যেতে পারে। ভোলা-২৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটি স্থানীয়ভাবে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুতে সরকারের অনেক সাফল্য কিন্তু কোনো কারণে বিদ্যুৎ না থাকলে সব সাফল্য ম্লান হয়ে যায়। এজন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন। আরইবি’র শতভাগ বিদ্যুতায়নের কাজে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, নির্বাচনের বছর মানুষকে আরো বেশি করে সেবা দিতে হবে। জিএম সম্মেলনে আরইবি’র পক্ষ থেকে জানানো হয়, এখন পর্যন্ত দেশের ৫৮ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত হিসেবে উদ্বোধন করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে আরো ৭০টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত হিসেবে ঘোষণা করতে চায় আরইবি। এর বাইরে আরো ১৫০ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের কাজ চলছে। অন্যদিকে দেশে এখন পর্যন্ত ৪০ লাখ গ্রাহক বিদ্যুৎ সংযোগের জন্য অপেক্ষায় রয়েছে। এই ৪০ লাখ গ্রাহক বিদ্যুৎ সংযোগ পেলে দেশ শতভাগ বিদ্যুতায়নের দিকে একধাপ এগিয়ে যাবে। দুই দিনব্যাপী এই জিএম সম্মেলনে এবার হয়রানি মুক্তির দিকটিকে বেশি প্রাধান্য দিচ্ছে আরইবি। সম্মেলনের মূল প্রতিপাদ্যে বলা হচ্ছে ‘হয়রানিমুক্ত বিদ্যুতের অঙ্গীকার।’
সম্মেলনের শুরুতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন এক উপস্থাপনায় জানান, ১৯৭৮ থেকে ২০০৮ সাল নাগাদ ৩০ বছরে আরইবি’র গ্রাহক সংখ্যা ছিল ৭৪ লাখ। সরকারের ৯ বছরে আরো এক কোটি ৫৭ লাখ নতুন সংযোগ দেয়া হয়েছে। এখন আরইবি’র গ্রাহক সংখ্যা ২ কোটি ৩১ লাখ। বর্তমানে আরইবি’র বিদ্যুৎ বিতরণ লাইন ৩ লাখ ৯৭ হাজার কিলোমিটার, বিদ্যুৎ সুবিধাভোগী গ্রাহক ৮৬ ভাগ, ৮৩৭টি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের মোট ক্ষমতা ৯ হাজার ৭৭৫ এমভিএ, সিস্টেম লস ১১ ভাগ, বকেয়া ১ দশমিক ১০ মাস। ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড (বাপবিবোর্ড) ৫৫ হাজার কিলোমিটার লাইন নির্মাণ ও ১৮০০ এমভিএ ক্ষমতাসম্পন্ন উপকেন্দ্র স্থাপন করে ৩৯ লাখ গ্রাহককে নতুন সংযোগ প্রদান করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস, পিডিবি চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ, পাওয়ার সেল-এর মহাপরিচালক মোহাম্মদ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। জিএম সম্মেলনে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status