খেলা

দেড় মাসেও সিদ্ধান্ত নিতে পারেনি ফেডারেশন

স্পোর্টস রিপোর্টার

২২ জুলাই ২০১৮, রবিবার, ৯:১৪ পূর্বাহ্ন


দেড় মাসেও গ্রিনডেল্টা প্রিমিয়ার ডিভিশন হকি লীগের স্থগিত হওয়া মোহামেডান-মেরিনার্সের শিরোপা নির্ধারণী ম্যাচ নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বাংলাদেশ হকি ফেডারেশন। গভর্ণিং বর্ডির (জিবি) মিটিংয়েও নাকি এজেন্ডা হিসেবে রাখা হয়নি বিষয়টিকে। এ নিয়ে ক্ষুব্ধ মোহামেডানের কর্মকর্তারা দায় চাপাচ্ছেন ফেডারেশন সাধারণ সম্পাদক আবদুস সাদেকের উপর। মেরিনার্সও তাকিয়ে আছে ফেডারেশনের দিকে। মেরিনার্সের সাধারণ সম্পাদক হাসানউল্লাহ খান রানার দাবি লীগের বাইলজ মেনেই সিদ্ধান্ত নিবে ফেডারেশন।
প্রিমিয়ার ডিভিশন হকি লীগের মোহামেডান-মেরিনার্সের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি পণ্ড হয় গত ৮ই জুন। ওই ম্যাচে ড্র করলেই শিরোপা নিশ্চিত ছিলো মোহামেডানের। অপরদিকে মেরিনার্স জিতলে (মোহামেডান, মেরিনার্স ও আবাহনী) তিন দলকেই খেলতে হতো দুটি করে প্লে-অফ ম্যাচ। জটিল এই হিসাব সামনে রেখে শুরু হওয়া ম্যাচটি বন্ধ হয়ে যায় ৪৪ মিনিটে। এ সময় খেলা ১-১ গোলে ড্র ছিলো। খেলাটি নিয়ে দু’পক্ষেই ছিলো উত্তেজনা। রিভিউর জন্য খেলা বন্ধ হয় তিনবার। চতুর্থবার রিভিউর জন্য খেলা বন্ধ হলে আর শুরুই হয়নি। দ্বিতীয়বার মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর আর মাঠে প্রবেশ করেননি চীনের দুই আম্পায়ার জি উই এবং লী। হকি ফেডারেশনের সভাপতির মুখপাত্র উইং কমান্ডার রাফি ও লীগ কমিটির সম্পাদক কাজী মইনুজ্জামান পিলাও মাঠে নেমে কোনো সুরাহা করতে পারেননি। ফলে ম্যাচটি স্থগিত ঘোষণা করেন আম্পায়ারদ্বয়। স্থগিত হওয়া ম্যাচ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি লীগ কমিটি। এ বিষয়ে লীগ কমিটির সম্পাদক কাজী মইনুজ্জামান পিলা বলেন, আমরা রিপোর্টের অপেক্ষায় আছি। আম্পায়ার, জাজ ডিসিপ্লিনারি কমিটির সব রিপোর্ট হাতে পেলে দ্রুত ম্যাচটি নিয়ে সিদ্ধান্তে আসতে পারবো। এই ম্যাচকে কেন্দ্র করে আম্পায়ার কমিটির সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম নাজু পদত্যাগ করায় কিছুটা বিপাকে পড়েছে লীগ কমিটি। এদিকে লীগ কমিটির এমন গড়িমসিতে ক্ষুব্ধ মোহামেডানের ম্যানেজার আরিফুল হক প্রিন্স বলেন, ফেডারেশন সাধারণ সস্পাদক আবদুস সাদেকের সাহস নেই। তাই তিনি কোনো সিদ্ধান্ত দিতে পারছেন না। লীগের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তার অনুপস্থিতিও আমাদের অবাক করেছে। শুনেছি জিবি মিটিংয়েও স্থগিত হওয়া ম্যাচটিকে এজেন্ডাতে রাখা হয়নি। সিদ্ধান্ত এইভাবে ঝুলিয়ে রাখলে আগামী লীগে অংশ নিবে না মোহামেডান।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই ম্যাচের ভারতীয় ফরোয়ার্ড গুরজিন্দর সিংয়ের গোলে এগিয়ে যায় মোহামেডান। ম্যাচের ৪৪ মিনিটে মেরিনার্স তারকা রেজাউল করিম বাবুর লং বল ফ্লিক করে শফিউল আলম শিশির বল জড়ান পোস্টে। কিন্তু গোলের সিদ্ধান্ত মানতে রাজি হননি মোহামেডানের খেলোয়াড়রা। রেফারেলের আবেদন জানান। দুই দলেরই রেফারেলের সুযোগ শেষ হয়ে যাওয়ায় আম্পায়ারের নেয়া রেফারেলে মেরিনার্সের পক্ষেই সিদ্ধান্ত দেয়া হয় (১-১)। কিন্তু গোলের সিদ্ধান্ত মানেনি মোহামেডান। এতে টার্ফ ছেড়ে বের হয়ে যান দুই বিদেশি আম্পায়ার। পরে অফিসিয়ালরা সমঝোতা করে তাদের টার্ফে ফিরিয়ে আনেন। কিন্তু ম্যাচ না খেলার সিদ্ধান্তেই অটল থাকে মোহামেডান। একপর্যায়ে মোহামেডান রাজি হলে সময় ক্ষেপণের কারণ জানতে চায় মেরিনার্স। ১০ মিনিটের জায়গায় মোহামেডান ২২ মিনিট পর খেলতে রাজি হয়। তবে মেরিনার্স বাইলজ মেনে রিফিউজ টু প্লে’র হিসেবে তাদেরকে ২-০ গোলে বিজয়ী ঘোষণা করতে বলে। মেরিনার্সের সাধারণ সম্পাদক হাসানউল্লাহ রানা বলেন, আমরা একবারের জন্যও বলিনি খেলবো না। আমরা বলেছি বাইলজ অনুযায়ী সিদ্ধান্ত নিতে। সেক্ষেত্রে মেরিনার্স দুই গোলে জয়ী হবে। তিন দলের পয়েন্ট সমান হবে প্লে-অফের মাধ্যমে নিষ্পত্তি হবে লীগ শিরোপা। ফেডারেশন যদি বাইলজ অনুযায়ী সিদ্ধান্ত না নেয়, তবে আমরা লীগ নিয়ে উচ্চ আদালতে যাবো। সেখানেই বিষয়টির নিষ্পত্তি করবো। এ ব্যাপারে ফেডারেশন সাধারণ সম্পাদক আবদুস সাদেক বলেন, এখানে এককভাবে কাউকে দায়ী করা যাবে না। সব ক্লাবেরই দোষ আছে। হয়তো বাইরে থেকেও কেউ এ ব্যাপারে ইন্ধন দিতে পারে। তবে সবকিছুই নির্ভর করছে রিপোর্টগুলোর উপর। রিপোর্টগুলো পাওয়া গেলে লীগ কমিটি বসে সিদ্ধান্ত নিবে। তারা না পারলে হয়তো বিষয়টি নিয়ে জিবিতে আলোচনা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status