খেলা

জুভেন্টাসে ‘সিআর সেভেন’-এর ৭ চ্যালেঞ্জ

স্পোর্টস ডেস্ক

২২ জুলাই ২০১৮, রবিবার, ৯:১৩ পূর্বাহ্ন

নতুন চ্যালেঞ্জ নিতেই ইতালিতে এসেছেন তিনি- জুভেন্টাসের খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিক পরিচয় পর্বে পরিষ্কারভাবে তার মনোভাব জানান ক্রিস্টিয়ানো রোনালদো। আরেকটি শীর্ষ লীগে নিজেকে প্রমাণ করতে দৃঢ় প্রত্যয়ী ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। ইংলিশ প্রিমিয়ার লীগ ও স্প্যানিশ লা লিগার পর সিরি আ’তে সাফল্যের সাক্ষর রাখতে মুখিয়ে আছেন পর্তুগালের মহাতারকা। রাশিয়া বিশ্বকাপ মিশন শেষে রিয়াল মাদ্রিদ অধ্যায়ের ইতি টানেন সিআর সেভেন। ইতালিয়ান ফুটবলের ‘ওল্ড লেডি’ খ্যাত ক্লাব জুভেন্টাসে রোনালদোর সাত চ্যালেঞ্জ:
এখনো কী দিতে পারেন তা প্রদর্শন করা-
ইতালিতে পা রাখার পর রোনালদো মজা করে বলেন জন্মসনদের চেয়ে তিনি আরো ১০ বছরের তরুণ। সিরি আ’তে তার অন্যতম প্রধান লক্ষ্য মাঠের খেলায় সমালোচকদের ভুল প্রমাণ করা যে তিনি সামর্থ্যের শীর্ষ পর্যায়েই রয়েছেন। রোনালদোর মতে তার সমবয়সী খেলোয়াড়রা সাধারণত চীন ও যুক্তরাষ্ট্রের ফুটবলে পাড়ি জমান। ভিন্ন কিছু করতেই রোনালদোর জুভেন্টাসে আগমন এবং এখনো যে তিনি বিশ্বের অন্যতম সেরা সেটা দেখিয়ে দিতে চান পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী (বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার)।
ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে ‘হেক্সা’ জয়ের মিশন-
যদি কোনো একটি প্রতিযোগিতায় অন্য যে কারো চেয়ে রোনালদোর অর্জন অতুলনীয় থাকে সেটি ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ। চ্যাম্পিয়ন্স লীগ ইতিহাস আজীবন মনে রাখবে তাকে। একমাত্র খেলোয়াড় হিসেবে পাঁচ বার এই ট্রফি উঁচিয়ে ধরেন রোনালদো। একবার ম্যানচেস্টার ইউনাইটেডের ও চার বার রিয়ালের হয়ে। চ্যাম্পিয়ন্স লীগে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (১২০) রোনালদো। ২২ বছর ধরে চ্যাম্পিয়ন্স লীগ জিততে পারেনি জুভেন্টাস। সবশেষ ২০১৫ সালের ফাইনালে বার্সেলোনা ও গত বছরের ফাইনালে রিয়ালের কাছে হার মানে জুভিরা। সাম্প্রতিক বছরগুলোতে রোনালদো ও রিয়ালেরই জয়জয়কার। প্রতিযোগিতায় স্প্যানিশ জায়ান্টদের রেকর্ড হ্যাটট্রিক শিরোপা জয়ের অন্যতম কারিগর রোনালদো। পর্তুগিজ অধিনায়কের মিশন এবার চ্যাম্পিয়ন্স লীগে ‘হেক্সা’ জয়।
তিনটি ভিন্ন ক্লাবে চ্যাম্পিয়ন্স লীগ জয়ের চ্যালেঞ্জ-
মিস্টার চ্যাম্পিয়ন্স লীগ রোনালদোর সামনে তিনটি পৃথক ক্লাবে শিরোপা জেতার চ্যালেঞ্জ। এই কীর্তি রয়েছে কেবল সাবেক ডাচ তারকা ক্লারেন্স সিডর্ফের। আয়াক্স, এসি মিলান ও রিয়াল মাদ্রিদের জার্সিতে চ্যাম্পিয়ন্স লীগ ট্রফিতে চুমু খান তিনি। এই অনন্য উচ্চতায় নাম লেখানোর স্বপ্ন তো দেখতেই পারেন সময়ের সেরা ফুটবলার রোনালদো।
তিনটি দেশে ঘরোয়া লীগ জয়ের হাতছানি-
সিরি আ’তে জুভেন্টাসের একক আধিপত্য। টানা ৭ মৌসুম ধরে শিরোপা জিতে তা নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছে জুভিরা। তাই তিনটি দেশে রোনালদোর লীগ জয়ের সম্ভাবনা উজ্জ্বল। ম্যানচেস্টার ইউনাইটেড ক্যারিয়ারে ৬ মৌসুমে তিন বার ইংলিশ প্রিমিয়ার লীগ জেতেন রোনালদো। রিয়ালের জার্সিতে ৯ মৌসুমে স্প্যানিশ লা লিগা শিরোপার দেখা পান দুই বার।
এক মৌসুমে জুভেন্টাসের সর্বোচ্চ গোলদাতা-
সিরি আ’ মৌসুমে রোনালদোর লক্ষ্য ৩৫ গোল। জুভেন্টাসের ক্লাব ইতিহাসে এই রেকর্ডটি হাঙ্গেরিয়ান স্ট্রাইকার ফ্রাঙ্ক হারজারের দখলে। ১৯২৫-২৬ সিরি আ’ মৌসুমে ২৬ ম্যাচে ৩৫ গোল করেন তিনি। প্রায় ১০০ বছরের পুরনো রেকর্ড এবার ভেঙে যেতে পারে। সাদা-কালো জার্সিতে প্রথম ম্যাচ থেকেই প্রতিপক্ষের জাল কাঁপানোর মিশনে নামবেন ঘরোয়া ফুটবলে গোলের বন্যা বইয়ে দেয়া রোনালদো। রিয়ালের হয়ে ২০১৪-১৫ লা লিগা মৌসুমে ৩৫ ম্যাচে ৪৮ গোল করার রেকর্ড রয়েছে রোনালদোর।
তিনটি ভিন্ন ক্লাবে শীর্ষ গোলদাতা ও ইউরোপিয়ান গোল্ডেন স্যু জয়ের সুযোগ
চার বার ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ঘরোয়া লীগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘ইউরোপিয়ান গোল্ডেন সু’ জেতেন রোনালদো। রিয়ালের হয়ে তিন মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা হয়ে ইউরোপের সব প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলেন এই ‘গোলমেশিন’। ম্যানইউর হয়ে একবার এই অর্জনে নাম লেখান তিনি। ৩৩ বছর বয়সী রোনালদোর সামনে এবার তিনটি ভিন্ন ক্লাবে মৌসুমের সর্বোচ্চ গোলদাতা ও ইউরোপিয়ান সোনার বুট জয়ের সুযোগ। ২০১৮-১৯ সিরি আ মৌসুমে গোলদাতাদের শীর্ষ অবস্থানে যেতে মরিয়া থাকবেন সিআর সেভেন।
মিশন ষষ্ঠ ব্যালন ডি’অর
চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে টপকে ষষ্ঠ বার ব্যালন ডি’অর (বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার) জিততে পারা হবে রোনালদোর জন্য অসাধারণ অর্জন। রিয়াল ছেড়ে সম্ভাবনাটা যদিও কিছুটা কমিয়ে দিয়েছেন। কিন্তু জুভেন্টাসকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারলে রোনালদো যে আবারো বিশ্বসেরা খেলোয়াড় হবেন না তার বিরুদ্ধে বাজি ধরার লোক হয়তো খুব কমই পাওয়া যাবে।
রোনালদোর গোল্ডেন স্যু তালিকা
২০০৭-০৮ মৌসুমে ৩১ গোল (ম্যানচেস্টার ইউনাইটেড)
২০১০-১১ মৌসুমে ৪০ গোল (রিয়াল মাদ্রিদ)
২০১৩-১৪ মৌসুমে ৩১ গোল (রিয়াল মাদ্রিদ)
২০১৪-১৫ মৌসুমে ৪৮ গোল (রিয়াল মাদ্রিদ)
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status