খেলা

ক্যালিস, স্মিথের পর আমলা

স্পোর্টস ডেস্ক

২১ জুলাই ২০১৮, শনিবার, ৩:২৪ পূর্বাহ্ন

তৃতীয় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হিসেবে টেস্টে ৯ হাজার রানের মাউলফলক স্পর্শ করলেন হাশিম আমলা। এর আগে এ কীর্তি গড়েন জ্যাক ক্যালিস এবং গ্রায়েম স্মিথ। ৯ হাজার রানের মাইলফলকে পৌঁছতে মাত্র ৩ রান পিছিয়ে ছিলেন আমলা। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ১৯ রান করার পথে মাইলফলক অতিক্রম করেন তিনি। দক্ষিণ আফ্রিকার তৃতীয় ও ক্রিকেট বিশ্বের ১৫তম ব্যাটসম্যান হিসেবে ৯ হাজার রান করলেন ৩১ বছর বয়সী আমলা। ২০৪ ইনিংসে আমলা ৯ হাজার রান পূর্ণ করেন। টেস্ট ক্যারিয়ারে এ পর্যন্ত ২৮ সেঞ্চুরি ও ৩৯ হাফ সেঞ্চুরি হাঁকান তিনি। সর্বোচ্চ রান ৩১১। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ১৩ হাজার ২০৬ রান করেন জ্যাক ক্যালিস। ডানহাতি এ অলরাউন্ডার ১৬৫ ম্যাচে ২৭৮ ইনিংসে এ রান করেন। সেঞ্চুরি হাঁকন ৪৫টি, হাফ সেঞ্চুরি ৫৮টি। সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ ১১৬ ম্যাচে ২৩ ইনিংসে করেন ৯ হাজার ২৫৩ রান। বাঁহাতি এ ওপেনারের সেঞ্চুরি ২৭টি, হাফ সেঞ্চুরি ৩৮টি। ক্যালিস ১৮৮ ইনিংসে এবং স্মিথ ১৯৫ ইনিংসে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status