অনলাইন

বিমানবন্দরে বিদেশী ওষুধসহ নারী আটক

স্টাফ রিপোর্টার

২১ জুলাই ২০১৮, শনিবার, ৩:২১ পূর্বাহ্ন

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ আমদানি নিয়ন্ত্রিত বিদেশি ওষুধসহ এক নারীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। শনিবার সকালে সাড়ে দশটার দিকে গ্রিন চ্যানেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শিরিন আক্তার নামের ওই নারীর কাছে সর্বমোট ৬ ধরনের ৪ হাজার ৫৭৩ পিস ওষুধ , ইনজেকশন ও ইনসুলিন পাওয়া যায়। এসব ওষুধ হৃদরোগ, ডায়াবেটিকস, ব্ল্যাড ক্যান্সার ও মহিলাদের বন্ধ্যত্ব জনিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে,শিরিন দুবাই থেকে ইকে-৫৮২ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুমানিক ১০.৩০ টায় অবতরণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখে। সন্দেহভাজন শিরিন আক্তার ৪ নং বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে স্ক্যানিং ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল দ্রুত অতিক্রম করে চলে যাওয়ার প্রাক্কালে তার গতিরোধ করা হয়। পরবর্তীতে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার সাথে থাকা দুইটি লাগেজ খুলে বিদেশি ওষুধগুলো আটক করা হয়। শুল্ক গোয়েন্দারা জানান, আমদানি নীতি আদেশ অনুযায়ী ঔষধ শিল্প প্রশাসনের অনুমতি ব্যতিরেকে বিদেশি ঔষধ আমদানি করা যায়না। আটককৃত ঔষধের আনুমানিক বাজারমুল্য বিশ লক্ষ টাকা। যাত্রীর পাসপোর্ট আটকের পর এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status