বিশ্বজমিন

মিসৌরিতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা দাঁড়ালো ১৭

মানবজমিন ডেস্ক

২১ জুলাই ২০১৮, শনিবার, ১১:৫৭ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের মিসৌরিতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭। সেখানকার গভর্নর জানিয়েছেন, নিহতদের মধ্যে ৯ জন একই পরিবারের সদস্য। বৃহস্পতিবার ব্রানসন শহরের টেবল রক লেকে পর্যটকবাহী নৌকাটি ঝড়ের কবলে পড়ে ৩১ জন যাত্রীসহ ডুবে যায়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। খবরে বলা হয়, এই দুর্ঘটনায় এক নারী তার পরিবারের ১১ সদস্যের ৯ জনকেই হারিয়েছেন। টিয়া কোলেমান নামের ওই নারী গণমাধ্যমের কাছে অভিযোগ করেন, নৌকার ক্যাপ্টেনই যাত্রীদের লাইফ জ্যাকেট পড়তে নিষেধ করেছিলেন। ঝড়ের সময়ও তিনি লাইফ জ্যাকেট না পরে বসে থাকতে বলেছেন। তাই নৌকার কেউ লাইফ জ্যাকেট পরেন নি। তিনি বিশ্বাস করেন, লাইফ জ্যাকেট পরিধান করা থাকলে তার পরিবারসহ আরো অনেক যাত্রীই হয়ত বেঁচে যেতেন। তিনি আরো বলেন, তিনি তার সকল সন্তান, স্বামী ও পরিবারকে হারিয়েছেন। তিনি শক্ত আছেন। কিন্তু কোনভাবেই এ ঘটনা মেনে নিতে পারছেন না।
নৌকাডুবি থেকে বেঁচে যাওয়াদের মধ্যে নৌকার ক্যাপ্টেনও রয়েছেন। তিনি এখন স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। মিসৌরির এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নিহতের বয়স ১ থেকে ৭০ বছরের মধ্যে।
এ দুর্ঘটনার পরে ‘ডাক বোট’ নিষিদ্ধের দাবি উঠছে। পর্যটকবাহী নৌকা হিসেবে প্রসিদ্ধ এই নৌকাগুলোকে বেশ বিপদজনক জলযান বলে মনে করা হয়। কিন্তু পৃথিবীতে এখনো শত শত ‘ডাক বোট’ যাত্রী পরিবহনে নিয়োজিত রয়েছে। এর আগে ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রের আরকানসাসের হ্যামিল্টন লেকে ‘ডাক বোট’ ডুবে শিশুসহ ১৩ জন নিহত হয়েছিল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status