প্রথম পাতা

লোকসভায় মোদিকে রাহুলের আলিঙ্গন

মানবজমিন ডেস্ক

২১ জুলাই ২০১৮, শনিবার, ১০:১৮ পূর্বাহ্ন

ভারতের লোকসভা অধিবেশনে অনাস্থা প্রস্তাব নিয়ে তুমুল বিতর্কের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আলিঙ্গন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। প্রথমে নিজের আসনে দাঁড়িয়েই  সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে বিষোদ্গার করছিলেন রাহুল। টেবিল চাপড়ে তাতে সমর্থন দিচ্ছিলেন বিরোধীদলীয় সাংসদরা। এক পর্যায়ে তিনি বলেন, আপনারা আমাকে পাপ্পু বলতে পারেন, কিন্তু আমি আপনাদের ঘৃণা করি না। এর পরই সোজা বিপরীত পাশে বসা নরেন্দ্র মোদির দিকে এগিয়ে যান রাহুল, জড়িয়ে ধরেন তাকে। ঘটনার আকস্মিকতায় অনেকটাই অপ্রস্তুত হয়ে পড়েন মোদি। কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে হাসিমুখে রাহুলের আলিঙ্গনে সাড়া দেন। হইচই পড়ে যায় অধিবেশন কক্ষে। মোদিকে রাহুলের আলিঙ্গনে প্রথমে হতবাক হলেও পরে রাহুলকে সাধুবাদ জানান সাংসদরা।
তবে এতে খুশি হতে পারেননি স্পিকার সুমিত্রা মহাজন। তার দাবি, এ ধরনের ব্যবহার সংসদের আচরণবিধির পরিপন্থি।

বক্তৃতার শেষে নিজের আলিঙ্গনের ব্যাখ্যা দেন রাহুল। তিনি ভারতীয় সংস্কৃতির ইতিহাস ও রাজনৈতিক পরম্পরার কথা তুলে ধরেন। বলেন, অন্যরা তার সঙ্গে যতই হিংসা-বিদ্বেষ করুক, ভালোবাসাই ভারতের সংস্কৃতি। বহু বছর ধরে এই সংস্কৃতি তৈরি হয়েছে। বিজেপি’র সাংসদদের উদ্দেশে রাহুল বলেন, আপনারা আমাকে হিংসা করেন, ঘৃণা করেন। কিন্তু আপনাদের প্রতি আমার কোনো রাগ নেই, বিদ্বেষ নেই। আমি আপনাদের সবাইকে ভালোবাসি।
উল্লেখ্য, সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে শুরু থেকেই উত্তপ্ত রয়েছে লোকসভার অধিবেশন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status