দেশ বিদেশ

রূপগঞ্জে ছাত্রলীগ নেতাসহ ৯ জনকে পিটিয়ে জখম, সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে

২১ জুলাই ২০১৮, শনিবার, ১০:১১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের নেতাসহ ৯ ব্যক্তিকে পুলিশের ৩ সদস্য পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিবাদে ও অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তির দাবিতে শুক্রবার সকালে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্রলীগের নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী। উপজেলার এশিয়ান হাইয়ে সড়কের কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় ঘটে এ ঘটনা। আহত কাঞ্চন পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ভোলাব উপ-পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের নায়েক ফারুক ও তার দুই সহযোগী কনস্টেবল সাজেদুল ও সোহাগ এশিয়ান হাইয়ে সড়কের কালাদীর মোড়ের এসে কোন কারন ছাড়া মুদীর দোকানদার আতাউর, তার ছেলে বাবু, রাজমিস্ত্রি মিয়াজউদ্দিন ও সাব্বির মিয়াকে বেধরক লাঠি পেটা শুরু করে। খবর পেয়ে কাঞ্চন পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহমেদ টিপু, ছাত্রলীগ নেতা আরিফ হোসেন, সোহেল, বাছেদ ঘটনাস্থলে এসে ওই পুলিশ সদস্যদের কাছে তারা এর কারণ জানতে চাইলে পুলিশ তাদের উপরও চড়াও হয়। একপর্যায়ে পুলিশ সদস্যরা পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহমেদ টিপু, ছাত্রলীগ নেতা আরিফ, সোহেল ও বাছেদকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে এলাবাসী অভিযুক্ত পুলিশের উপর ক্ষিপ্ত হয়। খবর পেয়ে ভোলাব উপ-পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ছাব্বির আহমেদের নেতৃত্বে কয়েকজন পুলিশ অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাপারে শুক্রবার সকাল ১০টার দিকে স্থানীয় এফ খান ফিলিং ষ্টেশনে বসে এর সমাধান করার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।


এদিকে, শুক্রবার সকাল ১০টার দিকে পুলিশ অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আনীত অভিযোগের সমাধানের ব্যাপারে এফ খান ফিলিং স্টেশনে পুলিশের কোন কর্মকর্তারা না আসায় সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের নেতাকর্মী ও এলাকাবাসী বিক্ষুব্দ হয়ে এশিয়ান হাইওয়ে সড়কের কালাদী এলাকায় সড়ক অবরোধ করে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিক্ষোভ করে। এতে করে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ফের অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আনীত অভিযোেেগর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মী ও এলাবাসী অবরোধ তুলে নেয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status