বাংলারজমিন

খালেদার মুক্তির দাবিতে সারা দেশে বিক্ষোভ

বাংলারজমিন ডেস্ক

২১ জুলাই ২০১৮, শনিবার, ৯:৫৭ পূর্বাহ্ন

 কারাবন্দি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গতকাল দেশের বিভিন্ন জেলা, থানা ও মহানগরীগুলোতে এ কর্মসূচি পালিত হয়। তবে পুলিশি বাধায় বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল পণ্ড হয়ে যায়। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-
হবিগঞ্জে পুলিশি বাধা উপেক্ষা করে মিছিল
স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে জানান, হবিগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশে বাঁধভাঙা জনস্রোত ঠেকাতে পারেনি পুলিশ। গতকাল বিকাল ৪টায় হবিগঞ্জ পৌরসভার মাঠে সমাবেশ আহ্বান করে জেলা বিএনপি। কিন্তু পুলিশ হবিগঞ্জ পৌরসভার মাঠে বিএনপি নেতাকর্মীদের প্রবেশ করতে বাধা সৃষ্টি করে। ফলে শহরের প্রধান সড়কে অবস্থান নেয় বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী। পরে পুলিশি বাধা উপেক্ষা করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ জি কে গউছের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট শামছু মিয়া চৌধুরী, অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক এম ইসলাম তরফদার তনু ও মিজানুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, হবিগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আবুল হাশিম, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমার কাজল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানু, জেলা যুবদলের সভাপতি মিয়া মো. ইলিয়াছ, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন, জেলা জাসাসের সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।

কুমিল্লা
স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে জানান, একই দাবিতে লাকসাম ও মনোহরগঞ্জ সদরে শুক্রবার বিকালে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লাকসাম উপজেলা সদরের লাকসাম-নোয়াখালী সড়কে বিক্ষোভ মিছিল শেষে স্টেডিয়াম এলাকায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি শিল্পপতি আবুল কালাম ওরফে চৈতী কালাম। একই দাবিতে মনোহরগঞ্জ উপজেলা সদরের হাসনাবাদ এলাকায় অনুরূপ কর্মসূচিতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

গাজীপুর
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে জানান, একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গাজীপুর জেলা বিএনপি। তাদের জেলা কার্যালয় প্রাঙ্গণে বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম বলেন, নাজিমুদ্দিন রোডের কারাগার থেকে গণভবন বেশি দূরে  নয়।

লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবুর বাসভবনে সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন, জেলা বিএনপির সহ-সভাপতি ছায়েদুল ইসলাম ভূঁইয়া ছুট্টু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর
রশিদ ব্যাপারী প্রমুখ।

ঘাটাইল
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঘাটাইল উপজেলা বিএনপি। গতকাল উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ। উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী সমাবেশে অংশ নেন ।  

সিরাজদিখানে পুলিশের বাধা
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান,  সিরাজদিখানে বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড করে দিয়েছে পুলিশ। গতকাল সকাল সাড়ে ১০টায় উপজেলা বিএনপি’র কার্যালয়ে এ ঘটনা ঘটে। কেন্দ্রীয় যুবদল নেতা ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে আলোচনাসভা শুরু হলে কিছুক্ষণ পর সিরাজদিখান থানা পুলিশ বাধা দিয়ে তা বন্ধ করে দেয়। এএসআই সোহাগ বিএনপি নেতা সোহেল আহমেদকে আটক করলে কিছুক্ষণ পর ছেড়ে দেন। এছাড়া সভা পণ্ড হওয়ার পর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আওলাদ হোসেনের নেতৃত্বে কার্যালয়ের সামনে গেলে পুলিশ দাঁড়াতে দেয়নি।

খাগড়াছড়িতে পুলিশের বাধা
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, খাগড়াছড়িতে পুলিশের বাধা উপেক্ষা করে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে জেলা বিএনপি। গতকাল বেলা ১১টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে মিল্লাত সড়কে সমাবেশ করতে চাইলে সেখানেও বাধা দিলে হাজারও বিক্ষুব্ধ নেতাকর্মী বাধা উপেক্ষা করে সেখানে আয়োজিত সমাবেশে বিএনপির নেতৃবৃন্দ পুলিশকে আওয়ামী লীগের নেতাকর্মীর মতো আচরণ না করে সংযত হওয়ার আহ্বান জানান।

খুলনা
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে জানান, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিটি মেয়র মনিরুজ্জামান মনি অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শর্তহীন মুক্তি দাবি করে বলেছেন, তার কারাবাসের মেয়াদ দীর্ঘায়িত হলে গণতন্ত্র ও আইনের শাসন আরও সংকটে পড়বে। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতির চূড়ান্ত অবনতি ঘটার আগে সরকারের শুভবুদ্ধির উদয় হবে বলে আশা করি। খুলনা মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন তিনি।

শিবচর
শিবচর সংবাদদাতা: মাদারীপুরের শিবচরে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিবচর উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। গতকাল শুক্রবার বিকেলে শিবচর উপজেলা সদরের কলেজ মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন শিবচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহের গোমস্তা, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম দিপু, পৌর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন শফিক সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status