দেশ বিদেশ

নবীগঞ্জে দুই কিশোরীর পলায়ন নিয়ে তোলপাড়

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে

২১ জুলাই ২০১৮, শনিবার, ৯:৫৭ পূর্বাহ্ন

নবীগঞ্জ থেকে দুই কিশোরীর পলায়ন নিয়ে সৃষ্টি হয়েছে রহস্যের। নিখোঁজ দুই কিশোরী উপজেলা পরিষদের নিকটবর্তী আলী ভিলার বাসিন্দা। বৃহস্পতিবার সন্ধ্যায় পানি আনার জন্য বের হয়ে দুই কিশোরী নিখোঁজ হয়। এনিয়ে খোঁজ নেয়া শুরু করে উপজেলা প্রশাসন। কিশোর বয়সের প্রেমের আড়ালে বাল্যবিয়ে নিয়ে হুঁশিয়ারি দেয়া হয় অভিভাবকদের। এরই প্রেক্ষিতে গতকাল দুই কিশোরী তাদের পিত্রালয়ে ফিরে আসে। অভিভাবকদের তরফ থেকে ফিরে আসার খবর নিশ্চিত করা হয়। বিভিন্ন সূত্রে প্রকাশ, নেত্রকোনা জেলার মদন উপজেলার ফতেহপুর গ্রামের ফুরকান মিয়া ও পৌর এলাকার কানাইপুর গ্রামের রাখেশ সূত্রধর পরিবার নিয়ে আলী ভিলায় ভাড়াটিয়া হিসেবে দীর্ঘদিন ধরে বসবাস করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ফুরকান মিয়ার কিশোরী কন্যা চাঁদনী বেগম (১৪) ও রাখেশ সূত্রধরের কন্যা ৪র্থ শ্রেণির ছাত্রী স্বর্ণা সূত্রধর (১২) উপজেলা পরিষদের ভেতরে একটি টিউবওয়েল থেকে কলসি নিয়ে পানি আনতে যায়। কয়েক ঘণ্টা অতিবাহিত হলেও বাসায় ফিরে আসেনি। এনিয়ে তাদের পরিবারে উদ্বেগ, উৎকণ্ঠা দেখা দেয়। স্বর্ণা এবং চাঁদনী দুজন ঘনিষ্ঠ বান্ধবী। তাদের প্রায় সময়ই মোবাইল ফোনে দীর্ঘক্ষণ কথা বলতে দেখেছেন প্রতিবেশীরা। প্রতিবেশীদের ধারণা প্রেমিকের সঙ্গে দুই বান্ধবী পালিয়ে যায়। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সুন্দর আলী জানান, তিনি ঘটনাটি শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসেছেন এবং তাদের খোঁজার জন্য চারদিকে লোক পাঠিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ-বিন-হাসান বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। এ ঘটনার আড়ালে বাল্যবিয়ের চেষ্টা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এনিয়ে এলাকায় রসালো আলোচনার ঝড় বইছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status