বাংলারজমিন

মহম্মদপুরে দুই বাড়িতে ডাকাতি

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

২১ জুলাই ২০১৮, শনিবার, ৯:৩৬ পূর্বাহ্ন

মহম্মদপুরে এক রাতে দুইটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের গোলাম সরোয়ার মৃধা ও বালিদিয়া  গ্রামের  জালাল উদ্দিন মৃধার বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়। অস্ত্রধারী ডাকাত দল দু’টি বাড়ি থেকে নগত টাকা, স্বর্ণালংকারসহ দশ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায়। গতকাল শুক্রবার দুপুরে ডাকাতির খবর পেয়ে মাগুরা জেলার সহকারি পুলিশ সুপার (সার্কেল) মো. আবির হোসেন ও মহম্মদপুর থানার ওসি মো. তরীকুল ইসলাম  ডাকাতির শিকার দু’টি বাড়ি পরিদর্শন করেন।

ডাকাতির শিকার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে ৮/১০ জনের মুখোশপরা অস্ত্রধারী ডাকাত দল লক্ষ্মীপুর গ্রামের গোলাম সরোয়ার মৃধার বাড়িতে হানা দেয়। ডাকাতরা প্রথমে বাড়ির গ্রিল কেটে বাড়ির মধ্যে প্রবেশ করে। পরে  বসতঘরের শয়নকক্ষে ঢুকে অস্ত্রের মুখে বাড়িতে থাকা স্বামী-স্ত্রীকে হাত-পা বেঁধে জিম্মি করে বিভিন্ন কক্ষে রক্ষিত আলমারি ভেঙে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা, ২টি মোবাইল ফোন নিয়ে যায়। পরে ডাকাতরা পার্শ্ববর্তী বালিদিয়া গ্রামের জালাল উদ্দিন মৃধার বাড়িতে হানা দেয়। অস্ত্রধারী ডাকাতরা একই কায়দায় অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে বিভিন্ন কক্ষে রক্ষিত আলমারি ভেঙে ১৪ ভরি স্বর্ণালংকার, নগদ ৬০ হাজার টাকা এবং ৩ মোবাইল ফোনসেট ডাকাতি করে নিয়ে যায়।

গতকাল দুপুরে ডাকাতির খবর পেয়ে মাগুরা জেলার সহকারি পুলিশ সুপার (সার্কেল) মো: আবির হোসেন ও মহম্মদপুর থানার ওসি মো. তরীকুল ইসলাম  ডাকাতির শিকার দু’টি বাড়ি পরিদর্শন করেন।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. আবির হোসেন বলেন, ডাকাতির ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ  করতে মহম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status