খেলা

লারার রেকর্ড ভাঙলেন কোহলি

স্পোর্টস ডেস্ক

২১ জুলাই ২০১৮, শনিবার, ৯:১৬ পূর্বাহ্ন


ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলের পরাজয়েও ব্যাট হাত উজ্জ্বল ছিলেন বিরাট কোহলি। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭১ রান করে অধিনায়ক হিসেবে ওয়ানডেতে দ্রুততম ৩০০০ রানের কৃতিত্ব দেখান তিনি। এবার অর্জন করলেন ক্যারিয়ার সেরা ওয়ানডে রেটিং। এই অর্জনের পথে তিনি ভাঙেন ক্যারিবীয়ান গ্রেট ব্রায়ান লারার গড়া ২৫ বছর আগের রেকর্ড। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে আগে থেকেই এক নম্বরে ছিলেন কোহলি। কোহলির ওয়ানডে রেটিং পয়েন্ট এখন ৯১১। এটি গত ২৫ বছরে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রেটিং পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা জো রুটের পয়েন্ট ৮১৮। কোহলির সঙ্গে তার পয়েন্ট ব্যবধান ৯৩ পয়েন্টের। তৃতীয় স্থানে থাকা পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজমের রেটিং পয়েন্ট ৮০৮। চার নম্বরে আছেন ভারতীয় ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা (৮০৬)। পঞ্চম স্থানে রয়েছেন বল টেম্পারিং কাণ্ডে নিষিদ্ধ হওয়া অজি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। ২৫ বছর আগে (১৯৯৩ সালে) আইসিসি র‌্যাঙ্কিয়ে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা ৯০৮ পয়েন্ট অর্জন করেছিলেন।
এর পরের দুই যুগেরও বেশি সময়ে শুধু দুই প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স ও হাশিম আমলা ৯০০ পয়েন্ট ছুঁতে সক্ষম হন। লারাকে ছাড়াতে পারলেও এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে কোহলিকে। তার সামনে রয়েছে আরো পাঁচ সাবেক ক্রিকেট তারকা। কোহলির চেয়ে বেশি রেটিং পয়েন্ট আছে- ডিন জোনস (৯১৮), ডেভিড গাওয়ার (৯১৯), গ্রেগ চ্যাপেল (৯২১), জহির আব্বাস (৯৩১), ভিভ রিচার্ডসের (৯৩৫)। এখন পর্যন্ত সর্বোচ্চ রেটিং পয়েন্টের অধিকারী ক্যারিবিয়ান গ্রেট রিচার্ডসের কীর্তিটি ১৯৮৫ সালে গড়া।
আইসিসি ওয়ানডে ব্যাটসম্যান র‌্যাঙ্কিং
১। বিরাট কোহলি (ভারত)- ৯১১ (রেটিং পয়েন্ট)
২। জো রুট (ইংল্যান্ড)- ৮১৮ (রেটিং পয়েন্ট)
৩। বাবর আজম (পাকিস্তান)- ৮০৮ (রেটিং পয়েন্ট)
৪। রোহিত শর্মা (ভারত)- ৮০৬ (রেটিং পয়েন্ট)
৫। ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ৮০৩ (রেটিং পয়েন্ট)
৬। রস টেইলর (নিউজিল্যান্ড)- ৭৮৫ (রেটিং পয়েন্ট)
৭। কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)- ৭৮৩ (রেটিং পয়েন্ট)
৮। ফাফ ডু প্লেসিস (দক্ষিণ আফ্রিকা)- ৭৮২ (রেটিং পয়েন্ট)
৯। কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)- ৭৭৮ (রেটিং পয়েন্ট)
১০। শিখর ধাওয়ান (ভারত)- ৭৭০ (রেটিং পয়েন্ট)
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status