খেলা

বিশ্বকাপের নায়করা কী ‘দ্য বেস্ট’- এ আলো ছড়াবেন?

স্পোর্টস ডেস্ক

২১ জুলাই ২০১৮, শনিবার, ৯:১৫ পূর্বাহ্ন

রাশিয়া বিশ্বকাপে বেশ কয়েকজন খেলোয়াড় আলো ছড়িয়েছেন। সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’- ট্রফি উঁচিয়ে ধরেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদরিচ। বেলজিয়ামের ইডেন হ্যাজার্ড ও ফ্রান্সের আন্তোইন গ্রিজম্যান জেতেন যথাক্রমে সিলভার বল ও ব্রোঞ্জ বল। ৬ গোল নিয়ে ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইনের হাতে ওঠে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট। টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভ জিতে নেন বেলজিয়ামের থিবো কুরতোয়া। সেরা উদীয়মান খেলোয়াড়ের আসনে বসেন ফ্রান্সের উঠতি সেনসেশন কিলিয়ান এমবাপ্পে। আগামী ২৪শে সেপ্টেম্বর লন্ডনে বসবে ফিফার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিশ্বকাপের নায়করা কী ‘২০১৮ দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’- এ আলো ছড়াবেন? টানা দুইবছর সেরা খেলোয়াড়ের পুরস্কার দখলে নেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার পর্তুগিজ তারকার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ সতীর্থ লুকা মদরিচ। ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে বিশ্বকাপের ফাইনাল খেলা মদরিচ ও এমবাপ্পের কথা তুলে ধরা হয়েছে। এই দুইজনের ‘দ্য বেস্ট’ থেকে আরও পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হবে।
মদরিচের খেলা মূল্যায়ন করে তার সাবেক ক্লাব সতীর্থ ও সাবেক ব্রাজিলিয়ান তারকা কাকা বলেন, ‘মদরিচ আমাদের দেখিয়েছে ফুটবল খেলাটা সহজ। বিশ্বাস করুণ, ফুটবল খেলাটা আসলে অনেক কঠিন। বিশ্বকাপে তো আরও কঠিন। সে এটি সহজ করে দেখিয়েছে এবং স্বাভাবিকভাবে খেলেছে। যেন এটা তার কাছে নাচের মতো। এখন সেরা পর্যায়ে সে একজন অসাধারণ খেলোয়াড়। চারটি ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জয়, বিশ্বকাপের ফাইনাল এবং ক্রোয়েশিয়ার মতো একটি দলের অধিনায়ক সে। তাই এটা সত্যিই অনেক সুন্দর হবে এবং মদরিচ এটির (দ্য বেস্ট অ্যাওয়ার্ড) প্রাপ্য কারণ সে একজন ভালো মানুষ এবং বরাবরই নম্র থাকে। তাই মদরিচকে অভিনন্দন জানাতে চাই।’
ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের পর দ্বিতীয় কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ফাইনালে গোলের রেকর্ড গড়েন ১৯ বছর বয়সী এমবাপ্পে। পঞ্চম কিশোর ফুটবলার হিসেবে বিশ্বকাপ ম্যাচে একাধিক গোলের কীর্তি গড়েন এই প্রতিভাধর ফরোয়ার্ড। এবং তৃতীয় কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ফাইনাল খেলেন এমবাপ্পে। এবার ‘দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার’ হওয়ার দৌড়ে রয়েছেন এমবাপ্পে।
মর্যাদাপূর্ণ এই পুরস্কার নিয়ে নিজের বিশ্লেষণ তুলে ধরেছেন জার্মানির বিশ্বকাপ জয়ী অধিনায়ক লোথার ম্যাথিউস। তিনি বলেন, ‘আগের বিজয়ীরা সবসময়ই এমন খেলোয়াড় ছিলেন যারা গুরুত্বপূর্ণ গোল করেছেন। যাই হোক, এককভাবে সেরা হওয়ার আগে দলীয় অর্জনকে সামনে আনতে হবে। আমার বিশ্বাস শিরোপা জয়ী দল থেকেই সেরা খেলোয়াড় আসবে। দলীয় সাফল্য গুরুত্বপূর্ণ এবং এরপর আপনি স্পটলাইটে থাকতে পারেন। যখন আপনি বিশ্বকাপের মতো মঞ্চে বড় মুহূর্তে থাকবেন আপনার ফিফা বর্ষসেরা হওয়ারও বড় সুযোগ থাকবে।’
দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডসে সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষক, সেরা কোচ, বর্ষসেরা গোল (পুসকাস অ্যাওয়ার্ড) এই চারটি ক্যাটাগরিতে একক পুরস্কার দেয়া হয়। ২০১৭ সালের ৩রা জুলাই থেকে চলতি বছরের ১৫ই জুলাই পর্যন্ত খেলোয়াড়দের পারফরমেন্সের উপর ভিত্তি করে পুরস্কার দেয়া হবে।
রাশিয়া বিশ্বকাপে লুকা মদরিচের পরিসংখ্যান
ম্যাচ: ৭
মিনিট: ৬৯৪ (যে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ)
দূরত্ব অতিক্রম: ৭২.৩ কিলোমিটার
গোল: ২, অ্যাসিস্ট: ১, পাস: ৫২৩
ট্যাকল: ১১, বল উদ্ধার: ৩১
বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পের পরিসংখ্যান
ম্যাচ: ৭
মিনিট: ৫৩৪
গোল: ৪
গোলের প্রচেষ্টা: ৮
অনটার্গেটে গোলের প্রচেষ্টা: ৭
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status