বাংলারজমিন

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাচন

বিদ্রোহী নিয়ে চিন্তায় আওয়ামী লীগ কোন্দলে জর্জরিত বিএনপি

রাশেদ আহমদ খান, আজমিরীগঞ্জ থেকে ফিরে

২১ জুলাই ২০১৮, শনিবার, ৯:১২ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের আর মাত্র ৩ দিন বাকি। দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থী ও কর্মী-সমর্থকরা। নানারকম প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা। এবারের উপ-নির্বাচনে ক্ষমতাসীন দলের নৌকা প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসবাহ উদ্দিন ভূঁইয়া। আর দলের বিদ্রাহী প্রার্থী স্বতন্ত্র হিসেবে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সদ্য প্রয়াত উপজেলা চেয়ারম্যান আতর আলীর ছেলে আলাউদ্দিন মিয়া। সচেতন ভোটারদের মতে নির্বাচনে মূল লড়াই হবে মূলত আওয়ামী লীগ প্রার্থী ও দলের বিদ্রোহী প্রার্থীর মধ্যে। আর দলীয় কোন্দলের কারণে অস্তিত্ব সংকটে রয়েছেন বিএনপি দলীয় প্রার্থী এডভোকেট সাইদুল আমিন চৌধুরী শিরুল। সম্প্রতি হবিগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে স্থানীয় বিএনপি নেতারা কাজ করছেন বলে অভিযোগ করেন। ক্ষমতাসীন দলে বিদ্রোহী প্রার্থী থাকা সত্ত্বেও দলীয় কোন্দলের কারণে অস্তিত্বহীন অবস্থায় রয়েছেন বিএনপি’র এ প্রার্থী। অপরদিকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করায় আওয়ামী লীগের ৭ জন ও ছাত্রলীগ থেকে ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বিদ্রোহী প্রার্থী আলাউদ্দিনের সমর্থকরা জানান, আজমিরীগঞ্জ এলাকার প্রাণপুরুষ আতর আলীর মৃত্যুর পর তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চান তার ছেলে যুবলীগ নেতা আল-আমিন। কিন্তু দলীয় বর্ধিত সভায় প্রকাশ্য দিবালোকে তাকে খুন করেন মিসবাহ ভূঁইয়া ও তার লোকেরা। আল-আমিন হত্যার ঘটনায় মিসবাহ ভূঁইয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়। পরে নির্বাচনে প্রার্থী হতে দলীয় মনোনয়ন দাবি করেন আতর আলীর ছোট ছেলে আলাউদ্দিন মিয়া। কিন্তু তা মনোনয়ন না দিয়ে খুনের মামলার প্রধান আসামি মিসবাহ ভূঁইয়াকে। এতে এলাকার ত্যাগী আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হতাশ হয়ে উঠেন। তারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়েও আলাউদ্দিনের পক্ষে কাজ শুরু করেন। তারা জানান, গ্রামের সাধারণ ভোটাররা আলাউদ্দিনের বাবা প্রয়াত আতর আলীর প্রতি সম্মান দেখাতেই আলাউদ্দিনের পক্ষে কাজ করছেন। তাদের মতে আলাউদ্দিনের আনারস মার্কা অনেক এগিয়ে আছে। ২৫ তারিখের নির্বাচনেই এর প্রমাণ মিলবে। এদিকে মিসবাহ ভূঁইয়ার সমর্থকদের মতে, মিসবাহ দীর্ঘদিন আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছেন। এ প্রবীণ নেতা এবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। প্রবীণ এ প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও নৌকা প্রতীকের জোরে তারা এগিয়ে আছেন। তবে সাধারণ ভোটারদের মতে নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই হবে আওয়ামী লীগ ও বিদ্রোহীর প্রার্থীর মধ্যেই। এখন সবকিছু নির্ভর করছে নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে তার উপর। নির্বাচনে সরকারদলীয় কোনো অবৈধ হস্তক্ষেপ হবে কিনা এ ব্যাপারে অনেকটা শঙ্কায় রয়েছেন ভোটার ও দলীয় কর্মী-সমর্থকরা। স্থানীয় ভোটার এডভোকেট ফেরদৌস মিয়া মানবজমিনকে জানান, সাবেক চেয়ারম্যান আতর আলী মিয়া ছিলেন সকলের প্রিয়জন। তার এ গুণের কারণে বিদ্রোহী প্রার্থী হয়েও বিগত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মিসবাহ ভূঁইয়াকে পরাজিত করে তিনি বিজয়ী হন। তার অকাল মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে আজমিরীগঞ্জ উপজেলাবাসী। পরবর্তীতে তার ছেলে আল আমিনেরও মৃত্যু ঘটে। আমরা আশা করেছিলাম আতর আলীর সম্মানে দল থেকে তার ছেলে আলাউদ্দিনকে মনোনয়ন দেয়া হবে। মনোনয়ন না পেয়ে আলাউদ্দিন তার পিতা আতর আলী মিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে ও সাধারণ মানুষের ইচ্ছার প্রতি সম্মান দেখাতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। যেহেতু কয়েকদিনের ব্যবধানে আলাউদ্দিন তার বাবা ও বড় ভাইকে হারিয়েছে। সেহেতু ভোটারদের মনে বিশেষ করে মহিলা ভোটারদের মনে বিশেষ দরদ রয়েছে তার প্রতি। কোনো কারচুপি না হলে আলাউদ্দিন বিপুল ভোটে জয়ী হবে আশা করি। স্থানীয় ব্যবসায়ী হরিপদ রায় জানান, এখানে উভয় প্রার্থীর গোষ্ঠীগত শক্ত প্রভাব রয়েছে। ইচ্ছা করলেই প্রশাসন বা কোনো প্রার্থী নির্বাচনে বিশৃঙ্খলা ঘটাতে পারবে না। এতে প্রতিপক্ষের লোকজন বাধা দেবে এবং এলাকা রণক্ষেত্রে পরিণত হবে।  এ ব্যাপারে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল  হোসেন জানান, উপজেলার নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত শান্ত রয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। আমরা সতর্ক অবস্থানে রয়েছি। আশা করি পরবর্তীতেও কোনো বিশৃঙ্খলা হবে না। নির্বাচনের ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট আবদুল মজিদ খান জানান, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে। আমাদের দলীয় প্রার্থীর অবস্থানও ভালো। তিনি ২৫ বছর আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি উচ্চশিক্ষিত  প্রবীণ লোক। আশা করি  ভোটাররা তাকে সমর্থন করবে। উল্লেখ্য, গত ৩০শে এপ্রিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতর আলী মিয়া মৃত্যুবরণ করেন। এ প্রেক্ষিতে নির্বাচন কমিশন ২৫শে জুলাই এ উপজেলায় উপ-নির্বাচনের তারিখ ধার্য করে।  চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি চেয়ারম্যান প্রার্থীসহ ৪ জন মনোনয়নপত্র দাখিল করেন। আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে মোট  কেন্দ্র রয়েছে ৪৪টি। এর মধ্যে ৩৬টি গুরুত্বপূর্ণ ও ৯টিকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। উপ-নির্বাচনে মোট ভোটার ৭৭ হাজার ৯৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৯ হাজার ৮৪ জন ও নারী ভোটার ৩৮ হাজার ৮শ’ ৮৬ জন।



   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status