এক্সক্লুসিভ

এডিস মশাবাহিত রোগের আশঙ্কা করছে আইইডিসিআর

স্টাফ রিপোর্টার

২১ জুলাই ২০১৮, শনিবার, ৮:৪৫ পূর্বাহ্ন

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বলছে এ বছর ভারি বর্ষণের কারণে এডিস মশাবাহিত রোগের আশঙ্কা রয়েছে। বিভিন্ন হাসপাতাল থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীর তথ্য পাওয়া যাচ্ছে। জানুয়ারি ২০১৮ হতে ১৮ই জুলাই পর্যন্ত ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ৬৮০ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর তথ্য পাওয়া গেছে।

তবে এ পর্যন্ত কোনো হাসপাতাল থেকে চিকুনগুনিয়া আক্রান্ত রোগীর তথ্য পাওয়া যায়নি। এই অবস্থায় এডিস মশাবাহিত রোগের প্রতিরোধ ও বৃদ্ধি রোধকল্পে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে সংস্থাটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা মনে করছেন। তিনি জানান, আইইডিসিআর, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য শিক্ষা ব্যুরোসহ স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগসমূহ বর্তমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস’া গ্রহণ করেছে। পরিচালক সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, ঢাকা শহরের সকল হাসপাতাল, সকল মেডিকেল কলেজ হাসপাতালসমূহ, দেশের জেলা ও উপজেলা পর্যায়ের সকল হাসপাতালসমূহের বহির্বিভাগ ও আন্তঃবিভাগ-এর ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের দৈনিক প্রতিবেদন পাঠানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের কারণ, লক্ষণসমূহ ও প্রতিরোধ সংক্রান্ত বিভিন্ন জনসচেতনতামূলক লিফলেট তৈরি ও বিতরণ করা হয়েছে। এ সংক্রান্ত তথ্য ও শিক্ষামূলক উপকরণসমূহ আইইডিসিআর ওয়েবসাইটে হালনাগাদ করা হয়েছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের চিকিৎসা সংক্রান্ত জাতীয় নির্দেশিকা আইইডিসিআর-এর ওয়েবসাইটে পাওয়া যাবে।

ঢাকা সিটি করপোরেশনকে মশক নিধন কার্যক্রম আরো জোরদার করার অনুরোধ করা হয়েছে। সেই সঙ্গে ঢাকা সিটি করপোরেশনকে জনসচেতনতামূলক কার্যক্রম এবং জনগণের অংশগ্রহণে মশক উৎসস্থল ও বংশবৃদ্ধির স্থানসমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার সমন্বিত কর্মসূচি গ্রহণ করার অনুরোধ করা হয়েছে। ডেঙ্গু চিকিৎসার ন্যাশনাল গাইড লাইন আপডেট করা হচ্ছে। ঢাকা মহানগরীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল/প্রতিষ্ঠানে (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল ও পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল) ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ব্যবস্থাপনা বিষয়ে ডাক্তারদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মৌসুমপূর্ব, মৌসুম ও মৌসুম উত্তর এডিস মশার তিনটি কীটতাত্ত্বিক জরিপ সম্পন্ন করা হয়েছে। ঢাকা শহরে একটি ডেঙ্গু প্রিভিলেন্স সার্ভে সম্পন্ন করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা কর্তৃক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এডিস মশা শনাক্তকরণে একটি জরিপ কাজ সম্পন্ন করা হয়। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে এবং সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ে অবহিত করণ সভা করা হয়েছে।

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণমাধ্যমে প্রচার ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় এডিস মশা নিধনে সামাজিক সচেতনতা আন্দোলন পরিচালনা করা হচ্ছে। ঢাকা মহানগরীর বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতাল সমূহে দ্রুত ডেঙ্গু রোগ শনাক্তকরণে ডেঙ্গু টেস্ট কীট বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, বিগত ২০১৭ সালে ঢাকা মহানগরীতে চিকুনগুনিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছিল। ঢাকায় অবসি’ত বিভিন্ন হাসপাতাল হতে আইইডিসিআরএ প্রাপ্ত তথ্য অনুযায়ী চিকিৎসা নেয়া সম্ভাব্য চিকুনগুনিয়া ও চিকুনগুনিয়া পরবর্তী আর্থ্রালজিয়া রোগীর সংখ্যা (১২ই মে ২০১৭ হতে ২৮শে সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত) ১৩ হাজার ৮১৪ জন এবং আইইডিসিআর-এ রক্ত পরীক্ষায় নিশ্চিত চিকুনগুনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ১০০৩ জন। এ ছাড়া প্রাপ্ত তথ্য অনুযায়ী ২০১৭ সালে সম্ভাব্য ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ২৭৬৯ জন। এ সংক্রান্ত যাবতীয় তথ্য আইইডিসিআর-এর ওয়েব সাইটে পাওয়া যাবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status