অনলাইন

ভারতের সংসদে রাহুলের চোখ মারা নিয়ে ক্ষোভ

কলকাতা প্রতিনিধি

২০ জুলাই ২০১৮, শুক্রবার, ৮:০০ পূর্বাহ্ন

বিরোধীদের করা অনাস্থা প্রস্তাব নিয়ে শুক্রবার ভারতের সংসদে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ঝাঁঝালো ভাষণ দিলেও ভাষন শেষে প্রধানমন্ত্রীর আসনের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরা এবং ফিরে এসে নিজের আসনে বসে চোখ মারার ঘটনা নিয়ে প্রবল হাস্যরসের সৃষ্টি হয়েছিল। তবে রাহুল গান্ধীর এই আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন। এমন আচরণ সংসদে চলতে পারে না বলে তাঁর অভিমত। তিনি বলেছেন, যেভাবে রাহুল প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করেছেন, তা ঠিক হয়নি। সভার একটা রীতি বা নিয়ম, ডেকোরাম আছে। প্রধানমন্ত্রী যখন সভায় বসে রয়েছেন, তখন তিনি ব্যক্তি নরেন্দ্র মোদী নন, দেশের প্রধানমন্ত্রী। একথা ভুলে গেলে চলবে না। তাছাড়া রাহুল যখন নিজের আসনে ফিরে গিয়ে চোখ মারেন, সেটাও সভার মর্যাদার সঙ্গে মানানসই নয়  বলে অভিমত জানিয়েছেন স্পিকার। সংসদে রাহুল গান্ধীকে এদিন দেখা যায় চোখ মারতে। টিভি ক্যামেরায় এই দৃশ্য ধরা পরতেই সোস্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে গিয়েছে। তবে তিনি কাকে লক্ষ্য করে চোখ মেরেছেন তা এখনো স্পষ্ট হয় নি। অনেকের মতে, যেদিকে তাকিয়ে রাহুল চোখ মেরেছেন সেদিকে বসেছিলেন তার মা সাবেক কংগ্রেস সভানেত্রী সোনীয়া গান্ধী। এদিন মোদী সরকারের প্রবল সমালোচনা করে ভাষণ দেওয়ার পরই রাহুল চলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসনের দিকে, আলিঙ্গন করেন মোদীকে। এপর রাহুল নিজের আসনের দিকে যাবার সময় মোদী ডাকেন রাহুলকে। কয়েক সেকেন্ড দুজনের মধ্যে কথা হয়। এরপরেই রাহুল নিজের আসনে বসে বাদিকে মুখ ঘুরিয়ে চোখ মারেন। এদিকে ভাষণের পরে মোদীকে গিয়ে জড়িয়ে ধরে প্রচারের আলো কেড়ে নেওয়া কে রাহুলের শিশুসুলভ আচরণ বলে অভিহিত করেছে বিজেপি । বিজেপি নেতা অনন্দ কুমার বলেছেন, ওঁর ব্যবহার শিশুসুলভ। বড় হলেও দুর্ভাগ্যবশত মানসিকভাবে সবল হননি। দুঃখের বিষয় কংগ্রেসের সভাপতি এখনও অপরিণত ও অজ্ঞ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status