অনলাইন

‘স্বাধীনতা বিরোধী শক্তিকে এদেশে মাথা তুলে দাড়াঁতে দেয়া হবে না’

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

২০ জুলাই ২০১৮, শুক্রবার, ১২:০৩ অপরাহ্ন

জামাত-শিবির, যুদ্ধাপরাধী স্বাধীনতা বিরোধী শক্তিকে এদেশে আর কোনদিন মাথা তুলে দাড়াঁতে দেয়া হবে না। স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার স্বার্থেই ৬ দফা দাবী উত্থাপন করেছি। ৬দফা বাস্তবায়ন করে জামাত শিবির রাজাকার স্বাধীনতা বিরোধীদের এবং আন্তর্জাতি স্বীকৃত সন্ত্রাসী দল বিএনপির হাত থেকে দেশের স্বাধীনতা ও স্বাধীনতাকামী মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনগনকে রক্ষা করতে হবে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় শ্রীমঙ্গল জেলা পরিষদ মিলনায়তনে ৬ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের উদ্যোগে এক জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খাঁন এসব কথা বলেন।    
মন্ত্রী বলেন, ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিএনপি আন্দোলনের নামে বাস, ট্রাক, লঞ্চ-স্টিমার পুঁড়িয়েছে, চলন্ত বাসে বোমা মেরে মানুষ হত্যা করেছে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধারা যেভাবে শহীদ হয়েছেন-বিএনপির জ্বালাও পোঁড়াও আন্দোলনে নিহত শ্রমিক-জনতাও শহীদের মর্যাদা পাবেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই আন্দোলনে ক্ষতিগ্রস্থ শ্রমিক-মালিকদের সরকার এ পর্যন্ত ৬১ কোটি টাকার ক্ষতিপূরণ দিয়েছে। বর্তমান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামীলীগ সরকার জঙ্গিবাদকে নির্মূল করেছে। জামাত-শিবির, যুদ্ধাপরাধী স্বাধীনতা বিরোধী শক্তিকে এদেশে আর কোনদিন মাথা তুলে দাড়াঁতে দেয়া হবে না। স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার স্বার্থেই ৬ দফা দাবী উত্থাপন করেছি। ৬দফা বাস্তবায়ন করে জামাত শিবির রাজাকার স্বাধীনতা বিরোধীদের এবং আন্তর্জাতি স্বীকৃত সন্ত্রাসী দল বিএনপির হাত থেকে দেশের স্বাধীনতা ও স্বাধীনতাকামী মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জনগনকে রক্ষা করতে হবে।
নৌ মন্ত্রী কোটা সংস্কার আন্দোলনকারীদের উদ্যেশ্যে বলেন, হাইকোর্টের রায় আছে-মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা সংস্কার করা যাবে না। তিনি প্রশ্ন রাখেন, আজ যারা কোটা নিয়ে আন্দোলন করছেন তারা কি মুক্তিযুদ্ধের স্বপক্ষের নয়? তিনি জোর দিয়ে বলেন মুক্তিদ্ধো সন্তানদের একটি কোটাও বাদ দেয়া হবে না।
মৌলভীবাজার জেলা শ্রমিক নেতা আজাদুর রহমান অদুদ এর সভাপতিত্বে জনসমাবেশে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি, উপাধক্ষ্য ড. মো. আব্দুস শহীদ এমপি। জনসমাবেশে স্থানীয় আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধাবৃন্দ, শ্রমিক কর্মচারী পেশাজীবী সমস্বয় পরিষদ, মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেন, কোটা আন্দোলনে অংশ নেয়া কতিপয় স্বাধীনতা বিরোধী ছাত্র বীর মুক্তিযোদ্ধাদের বিপক্ষে প্রকাশ্যে অকথ্য ভাষায় শ্লোগান দিয়ে, ফেসবুকে নান বিরূপ ও অশ্লীল মন্তব্য করে মুক্তিযোদ্ধাদের অপমানিত করেছে। কেউ শ্রদ্ধা না করুক কিন্তু মুক্তিযোদ্ধাদের অপমান সহ্য করা হবে না।
বিশেষ অতিথির বক্তবে উপাধক্ষ্য ড. মো. আব্দুস শহীদ এমপি কোটা অন্দোলনকারীদের উদ্যেশ্যে বলেন ৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যাদের আত্মত্যাগে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি তাদের সন্তানদের কোটা থাকবে। আন্দোলন করে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করা যাবে না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status