বিনোদন

অমিতাভ ও তার কন্যার বিজ্ঞাপন নিয়ে বিতর্ক

বিনোদন ডেস্ক

২০ জুলাই ২০১৮, শুক্রবার, ১১:৪৯ পূর্বাহ্ন

সেই ছাপোষা মানুষের পেনশনের জন্য ব্যাংকে ঢুকে এ টেবিল থেকে সে টেবিলে ঘুরে বেড়ানোর কাহিনি। তবে মুখটা একজন সেলিব্রিটির। সঙ্গে তার কন্যা। কেরলের একটি গয়না প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনে সম্প্রতি অমিতাভ বচ্চন এবং  তার মেয়ে শ্বেতা বচ্চনকে দেখা গিয়েছে এভাবেই। কিন্তু সেই বিজ্ঞাপনকে ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। দেড় মিনিটের ছোট্ট এই বিজ্ঞাপনে মেয়েকে শ্বেতাকে সঙ্গে নিয়ে পেনশনের জন্যে ব্যাংকে গিয়েছেন অমিতাভ। তবে পেনশন তুলতে নয়, পেনশন ফেরত দিতে। হ্যাঁ, এক বারের জায়গায় দু’বার ঢুকেছে পেনশন। আর সেই  পেনশন ফেরত দিতে গিয়ে এ টেবিল থেকে সে টেবিল। এক্কেবারে শেষে ব্রাঞ্চ ম্যানেজারের টেবিলে হাজির বাবা আর মেয়ে। টাকা ফেরত নিতে এখন হাজারো ঝঞ্ঝাট, তাই টাকাটা বাড়ি ফেরত নিয়ে যেতে বলছিলেন ব্রাঞ্চ ম্যানেজার। আর তখনই তেলেবেগুনে জ্বলে ওঠেন ওই অমিতাভ। আর এখানেই ঘোরতর আপত্তি জানিয়েছেন ব্যাংক ইউনিয়নগুলি। বিজ্ঞাপনটির উপস্থাপনা নিয়েই মূলত তাদের আপত্তি। অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনসের তরফে জানানো হয়েছে, এই বিজ্ঞাপনে খুব বাজে ভাবে দেশের ব্যাংকগুলিকে দেখানো হয়েছে। আপাত দৃষ্টিতে সাধারণ মানুষের ব্যাংক গুলির উপর আস্থা ভাঙার চেষ্টা করা হয়েছে এই বিজ্ঞাপনের মাধ্যমে। এআইবিওসির সাধারণ সম্পাদক সৌম্য দত্তের অভিযোগ, ওই বিজ্ঞাপনে আখেরে বিজ্ঞাপনী সংস্থারই লাভ। ব্যাংক ম্যানেজমেন্ট তো বটেই সঙ্গে মিস্টার বচ্চনও নিজেদের সুবিধা দেখতে গিয়ে ব্যাংকগুলির একটা নেতিবাচক এবং মিথ্যে ইমেজ তৈরি করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status