বাংলারজমিন

সিলেটে কাউন্সিলর প্রার্থীর প্রচারণায় হামলা, আহত ৩

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২০ জুলাই ২০১৮, শুক্রবার, ৯:৩৬ পূর্বাহ্ন

সিলেট সিটি করপোরেশনের ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এম এ মন্নানের প্রচারণায় হামলা চালানো হয়েছে। এ হামলায় তিনজন আহত হয়েছেন। গতকাল বৃস্পতিবার বিকেলে সিলেট নগরীর ২৬ নং ওয়ার্ডের কদমতলী ফেরিঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন, দক্ষিণ সুরমা  বরইকান্দি এলাকার শফিক মিয়ার ছেলে রিমন আহমদ, ভার্থখলা এলাকার মৃত আবু তালেবের ছেলে  ও সিএনজি চালক রমজান মিয়া এবং মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার গানের শিল্পী মৃত আইয়ুব আলীর ছেলে ছোয়াব আলী। এদের মধ্যে রিমন আহমদকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। হামলায় আহতরা সবাই কাউন্সিলর প্রার্থী এম এ মন্নানের সর্মথক ও টিফিন মার্কার প্রচারণার কাজে ছিলেন।  হামলার পরপরই কাউন্সিলর প্রার্থী এম এ মন্নান ক্বীন ব্রীজের দক্ষিণ পাশে মৌবন মার্কেটের সামনে রাস্তা অবরোধ করে অবস্থান নেন। এ সময় কদমতলী ও ভার্থখলা এলাকার মুরব্বিয়ান এবং দক্ষিণ সুরমা থানার পুলিশের সহযোগিতায় ও হামলা ঘটনায় সুষ্ট বিচারের আশ্বাসে অবরোধ তুলে নেন তার সর্মথকরা। অপরদিকে, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তৌফিক বক্স লিপন এর ভাতিজা ও তার সমর্থকরা এ হামলা চালিয়েছেন বলে দাবি করেছেন একই ওয়ার্ডের কাউন্সির প্রার্থী এম এ মন্নান। তবে তৌফিক বক্স লিপন এ হামলার ঘটনা অস্বীকার করেছেন। সূত্র জানায়, সিলেট সিটি করপোরেশনের ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এম এ মন্নানের প্রচারের জন্য সিএনজি চালিত অটোরিকশায় করে মাইক নিয়ে কদমতলী ফেরিঘাট এলাকায় প্রচারের জন্য যান সমর্থকরা। এ সময় একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তৌফিক বক্স লিপন এর সমর্থকরা  এম এ মন্নানের প্রচারণার গাড়ি আটকিয়ে গাড়ি ভাঙচুর ও প্রচারণার কাজে থাকা লোকদের উপর হামলা চালায়। এ হামলায় রিমন আহমদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জখম করা হয়। তাছাড়া  রমজান মিয়া ও  ছোয়াব আলীকে মারপিট করে আহত করা হয়। পরবর্তীতে ওই এলাকার লোকজন আহতদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status