বাংলারজমিন

শেরপুরে মতবিনিময়

শেরপুর প্রতিনিধি

২০ জুলাই ২০১৮, শুক্রবার, ৯:৩৬ পূর্বাহ্ন

শেরপুরে শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে গণমাধ্যমের করণীয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯শে জুলাই বৃহস্পতিবার দুপুরে শহরের নাগপাড়াস্থ ওয়ার্ল্ড ভিশন সভাকক্ষে আয়োজিত ওই সভায় শিশুর ওপর শারীরিক সহিংসতার চিত্র তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরপুর ওয়ার্ল্ড ভিশনের এপিসি ম্যানেজার লিমা হান্না দারিং। প্রবন্ধে বলা হয়, বাংলাদেশে ১-১৪ বছরের শিশু ও কিশোরদের মধ্যে শতকরা ৮২ ভাগ বিভিন্ন সহিংসতার শিকার। দেশে শতকরা ৮৭ ভাগ শিশু পারিবারিক, ৫৭ ভাগ কর্মক্ষেত্রে ও ৭৭ ভাগ শিশু স্কুলে শারীরিক নির্যাতনের শিকার হয়। শিশু নির্যাতন বন্ধে ওয়ার্ল্ড ভিশন শেরপুরে ৩ উপজেলায় ১৪৮টি গ্রাম উন্নয়ন কমিটি, ১৪৭টি শিশু ফোরামের মাধ্যমে যৌথ কার্যক্রম পরিচালনা করছে। এতে উপকার পাচ্ছে ১ লাখ ৩০ হাজার ৪৪৯ জন শিশু। এছাড়া ৮ হাজার ১শ’ সুবিধাবঞ্চিত শিশুকে শিক্ষা এবং অর্থনৈতিক কার্যক্রমের আওতায় আনা হয়েছে বলে প্রবন্ধে উল্লেখ করা হয়। সভায় নিজ নিজ পরিবার থেকে শিশুর প্রতি সহিংসতা বন্ধে শপথ নেন সাংবাদিকরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status