বাংলারজমিন

জাবিতে সংস্কারের দাবিতে মানববন্ধন, ১৯ বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জন

জাবি প্রতিনিধি

২০ জুলাই ২০১৮, শুক্রবার, ৯:৩৪ পূর্বাহ্ন

অবিলম্বে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছে। টানা চতুর্থ দিনের মত ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচিতে বৃহস্পতিবার আরো নতুন করে ১০ বিভাগ যোগ দিয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ, ইতহাস বিভাগ, বাংলা বিভাগ, নৃজ্ঞিান বিভাগ, সরকার ও রাজনীতি বিভাগ, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ, রসায়ন বিভাগ, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগসহ অনন্ত ১৯টি বিভাগের বিভিন্ন ব্যাচে কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
এদিকে অবিলম্বে প্রজ্ঞাপন জারিসহ চার দফা দাবিতে ‘মুখে কালো কাপড় বেঁধে’ মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ১৯শে জুলাই বেলা ২টা বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের অন্য দাবিগুলো হলো- গ্রেফতারকৃতদের দ্রুত মুক্তি, দেশব্যাপী সন্ত্রাসী হামলার বিচার এবং জাবিতে ধর্ষণের হুমকি দাতাদের শাস্তি নিশ্চিত করণ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status