বাংলারজমিন

কক্সবাজারে উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে

২০ জুলাই ২০১৮, শুক্রবার, ৯:৩৪ পূর্বাহ্ন

কক্সবাজার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা শহীদুল আলম বাহাদুর, জেলা ছাত্রদলের সভাপতি রাসেদুল হক রাসেল এবং শ্রমিক ইউনিয়নের নেতা আমিনুল ইসলাম হাসানসহ জামায়াত-বিএনপির ৫৭ নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ভোরবেলায় রাস্তায় যানবাহন চলাচলে হঠাৎ প্রতিবন্ধকতা সৃষ্টি ও যানবাহনে আগুন দেয়ার অভিযোগ আনা হয়েছে। এজাহারে ১৫ জনের নাম উল্লেখ করা হলেও অজ্ঞাত রাখা হয়েছে ৪০-৪২ জনের নাম। কক্সবাজার সদর থানার এসআই রাশেদুল কবির বাদী হয়ে বুধবার মামলাটি দায়ের করেছেন। কক্সবাজার সদর থানার ওসি’র ই-মেইল থেকে রাত সোয়া ১০টার দিকে এক তথ্যবিবরণীতে মামলার খবরটি জানানো হয়েছে। মামলার এজাহারে লেখা হয়েছে, আসামিরা ১৭ই জুলাই ভোর ৫টা ৫৫ মিনিটে শহরের খুরুশকুল ব্রিজের দক্ষিণ পার্শ্বে তিন রাস্তার মোড় পাকা রাস্তা থেকে আনুমানিক তিন কিলোমিটার পূর্ব পর্যন্ত রাস্তায় যানবাহন চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি ও যানবাহনে আগুন দেয়। এ কারণে ১৫(৩) ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে এ মামলা দায়ের করা হয়। মামলাটি সদর থানার উপ-পরিদর্শক শেখ মো. সাইফুল আলমকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status