বাংলারজমিন

কক্সবাজার পৌর নির্বাচন সেনা মোতায়েনের দাবি বিএনপি ও নাগরিক কমিটির

স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে

২০ জুলাই ২০১৮, শুক্রবার, ৯:৩৪ পূর্বাহ্ন

বিএনপি ও জামায়াতের নেতাসহ ৫৭ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে পুলিশের দায়ের করা মামলার অভিযোগ সমপূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম ও নাগরিক কমিটির প্রার্থী সরওয়ার কামাল। বিএনপি ও নাগরিক কমিটির এ দু’প্রার্থী দাবি করেন, ওই রকম কোনো ঘটনা এখন পর্যন্ত কক্সবাজারে সংঘটিত হয়নি। মূলত ভোট ডাকাতির পথ সহজ করতে একটি মহলের ইন্ধনে প্ররোচিত হয়ে পুলিশ এই মিথ্যা মামলাটি দায়ের করেছে। মিথ্যা মামলার জবাব ব্যালটের মাধ্যমে দেবেন ভোটাররা। বৃহসপতিবার দুপুর ১২টায় জেলা বিএনপি কার্যালয়ে বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম ও বিকাল ৩ টায় কক্সবাজার প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নাগরিক কমিটির মনোনীত প্রার্থী সরওয়ার কামাল এসব কথা বলেন।
রফিকুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত। তা বুঝতে পেরে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। ওই ষড়যন্ত্রের অংশ হিসেবে জেলা ছাত্রদলের সভাপতি রাসেদুল হক রাসেল, সহ-সভাপতি ফাহিমুর রহমান ফাহিম, পৌর ছাত্রদল সভাপতি এনামুল হক এনাম ও এক যুবদলনেতাসহ আরো ৫৩ জনকে আসামি করে পুলিশ মিথ্যা মামলাটি দায়ের করেছে। ভোট ডাকাতির নীল-নকশা বাস্তবায়ন করতে আমাদের কোণঠাসা করে নির্বাচনী কার্যক্রম থেকে দূরে সরিয়ে রাখতে সরকার দলীয় প্রার্থী কর্তৃক প্ররোচিত হয়ে এই মিথ্যা মামলাটি দায়ের করেছে পুলিশ।
জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, আমরা গণতন্ত্র রক্ষার জন্যই নির্বাচনে অংশ নিয়েছি। পুলিশ সমপূর্ণ একটি সাজানো মিথ্যা দায়ের করে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। আমাদের প্রশ্ন বিএনপি’র প্রতিপক্ষ পুলিশ না মুজিব। পুলিশ যা করেছে তাতে পুলিশের অধীনে নির্বাচন হলে নিরপেক্ষতা বিঘ্নিত হবে। এখন আমাদের একমাত্র আস্থা সেনাবাহিনী। তাই আমরা কক্সবাজার পৌর নির্বাচনে সেনা মোতায়েন করার দাবি জানাচ্ছি। কক্সবাজার ইসলামিয়া মহিলা মাদ্‌রাসা কেন্দ্র পরিবর্তন করে কক্সবাজার কেজি স্কুলের স্থানান্তরকেও ষড়যন্ত্রমূলক দাবি করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, আওয়ামী লীগের প্রার্থী মুজিবুর রহমান প্রভাব কাটিয়ে ওই কেন্দ্র উদ্দেশ্যমূলকভাবে নিজের ঘরের কাছে নিয়ে এসেছেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সমপাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status