বাংলারজমিন

সিলেটের টুকরো খবর

২০ জুলাই ২০১৮, শুক্রবার, ৯:৩৪ পূর্বাহ্ন

কামরানের সমর্থনে পশ্চিম কাজল শাহ’য় পথসভা
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, সিলেটে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। দেশবাসী জানেন, নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। আহমদ হোসেন বুধবার রাতে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের সমর্থনে নগরীর পশ্চিম কাজল শাহ এলাকায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মহানগরীর ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ওয়ারিছ মিয়ার সভাপতিত্বে ও মুরাদ আহমদের পরিচালনায় পথসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকিয়া বেগম। স্বাগত বক্তব্য রাখেন মেয়রপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের পত্নী আছমা কামরান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন প্রমুখ।

দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিক দলের গণসংযোগ
দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিক দলের উদ্যোগে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত ও ২০ দলীয় জোট সমর্থিত মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গতকাল বিকালে নগরীর দক্ষিণ সুরমার ফলবাজার, মসজিদ বাজার, ভার্থখলা, চাঁদনীঘাট, ঝালপাড়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন শ্রমিক দল নেতৃবৃন্দ। গণসংযোগের সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সুরমান আলী, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউনুস মিয়া, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জুমায়েল ইসলাম জুমেল প্রমুখ।

হাতপাখার গণসংযোগে গাজীপুর মেয়রপ্রার্থী নাসির উদ্দিন
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নগরবাসীর প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খানকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন সদ্য অনুষ্ঠিত গাজীপুর সিটি মেয়রপ্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা সভাপতি, প্রিন্সিপাল মাওলানা নাসির উদ্দিন। তিনি গতকাল সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ওলামা মাশায়েখ সমর্থিত মেয়রপ্রার্থী ডা. মোয়াজ্জেম হোসেন খানের সমর্থনে নগরীর মধুবন মার্কেটে হাতপাখা মার্কার গণসংযোগকালে উপরোক্ত কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন ইসলামী যুব আন্দোলন গাজীপুর জেলা সভাপতি মঈনুদ্দিন আজাদ, তথ্য ও গবেষণা সম্পাদক মো. তুহিন আকন্দ, সংখ্যালঘু সম্পাদক রফিকুল ইসলাম।

কামরানের পক্ষে বিএমএ’র জালাল-দুলাল
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানকে নৌকা প্রতীকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বিএমএ’র কেন্দ্রীয় নেতারা সিলেটে দু’দিন ধরে গণসংযোগ করছেন। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বিএমএ’র কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল-এর নেতৃত্বে সিলেটে এ গণসংযোগ চলছে। দুদিনের গণসংযোগের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অনুষ্ঠিত সভায় ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, শেখ হাসিনা যা বলেন, তা-ই বাস্তবায়ন করেন।

সিলেট জেলা যুব জমিয়তের কাউন্সিল সম্পন্ন
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্যোগে ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন বৃহস্পতিবার দুপুরে নগরীর ধোপাদিঘির পূর্বপারের আল ফালাহ টাওয়ারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সিলেট জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সল আহমদের যৌথ পরিচালনায় কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি ও সিলেট জেলা সভাপতি মাওলানা আল্লামা শায়খ জিয়া উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তের সহকারী মহাসচিব মাওলানা আতাউর রহমান, মাওলানা খলিলুর রহমান, প্রিন্সিপাল মাওলানা শোয়াইব আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন যুব জমিয়ত বাংলাদেশের সভাপতি মাওলানা শরফ উদ্দিন ইয়াহইয়া ফরহাদ। বিশেষ বক্তার বক্তব্য রাখেন যুব জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি গোলাম মওলা।

আদালতপাড়া ও আখালীয়া জুবায়েরের গণসংযোগ
আসন্ন সিলেট সিটি নির্বাচনে সিলেট নাগরিক ফোরাম মনোনীত মেয়র পদপ্রার্থী বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আমার লক্ষ্য হচ্ছে নগরীর ২৭টি ওয়ার্ডের প্রতিটি এলাকাকে সমান গুরুত্ব দিয়ে সুষম উন্নয়ন নিশ্চিত করা। তিনি বৃহস্পতিবার নগরীর আদালতপাড়ায় কর্মরত আইনজীবীদের সঙ্গে এবং ৮ নং ওয়ার্ডের আখালীয়া, নয়াবাজার ও হাওলাদারপাড়া সহ বিভিন্ন এলাকায় টেবিল ঘড়ি মার্কার সমর্থনে পৃথক গণসংযোগকালে উপরোক্ত কথা বলেন। এসময় নাগরিক ফোরামের নেতৃবৃন্দ, ২০দলীয় জোটের বিভিন্ন শরিক দলের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গণসংযোগে অংশ নেন। আদালতপাড়ায় গণসংযোগকালে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এএসএম আব্দুল গফুর, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট আলিম উদ্দিন, অ্যাডভোকেট আব্দুর রব, অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, অ্যাডভোকেট মহিউদ্দিন, অ্যাডভোকেট মো. ইলিয়াস প্রমুখ।

আছমা বেগমের গণসংযোগ
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর পদপ্রার্থী, সাবেক কাউন্সিলর আছমা বেগম বই মার্কায় ভোট চেয়ে গতকাল নগরীর কায়স্থরাইল, কদমতলী বড়বাড়ী, বারখলার আংশিক এলাকায় মতবিনিময় ও গণসংযোগ করেন। এ সময় কাউন্সিলর পদপ্রার্থী আছমা বেগমের সঙ্গে উপস্থিত ছিলেন মুক্তাদির আলম এপলু, আজিম মিয়া, ফখরুল ইসলাম, আজিম, লিটন আহমদ, নিজাম উদ্দিন, টুটুল মাহমুদ মান্না, আকবর হোসেন ডালিম, আকরামুল ইসলাম ফাহিম, মাহমুদ হোসেন জাকির, মোমেন, সাগর, রেহান, সজীব, সালমা বেগম, রত্না বেগম প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status