বাংলারজমিন

মালয়েশিয়ায় গৃহবধূ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি

২০ জুলাই ২০১৮, শুক্রবার, ৯:৩৩ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় নৃশংসভাবে খুন হওয়া পটুয়াখালীর মেয়ে সাজেদা-ই-বুলবুল (২৯) এর হত্যাকারী স্বামী শাহাজাদা সাজুসহ জড়িতদের দেশে ফিরিয়ে আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। গতকাল দুপুরে পটুয়াখালী শহরের আদালতপাড়া এলাকায় এলাকাবাসীর পক্ষ থেকে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে নিহত বুলবুলের লাশ দেশে ফিরিয়ে এনে স্বজনদের কাছে হস্তান্তরের জন্য প্রধানমন্ত্রীর  কাছে আবেদন জানানো হয়। মানববন্ধনে নিহত বুবুলের পিতা আনিস হাওলাদার, মা মমতাজ বেগম, এলাকাবাসীর পক্ষে গাজী মইনুদ্দিন টারজন, পৌর কাউন্সিলর, প্রেস ক্লাব সভাপতি কাজল বরন দাস, সুশিল সমাজের প্রতিনিধি, ছাড়াও বিভিন্ন অঙ্গসংগঠনের একাধিক মানুষ অংশ নেয়। উল্লেখ্য, গত ৫ই জুলাই মালয়েশিয়ার কুয়ালালামপুরে পটুয়াখালী শহরের আদালতপাড়ার আনিস হাওলাদারের মেয়ে বুলবুলকে নৃশংসভাবে হত্যা করে তার লাশ আট টুকরো করে লাগেজে ভরে জঙ্গলে ফেলে দেওয়া হয়। পুলিশ জঙ্গল থেকে ওই লাশ উদ্ধার করে। এছাড়াও এ ঘটনায় বুলবুলের স্বামী শাহাজাদাকেও আটক করেছে মালয়েশিয়ার পুলিশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status