বাংলারজমিন

মৌলভীবাজারে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

২০ জুলাই ২০১৮, শুক্রবার, ৯:২৭ পূর্বাহ্ন

 ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’- এই স্লোগানকে সামনে রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক উৎসব নিয়ে প্রেস কনফারেন্স করেছে জেলা প্রশাসন। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে সার্কিট হাউজের মুন হলে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, প্রেস ক্লাব সভাপতি আবদুল হামিদ মাহবুব, সহ-সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, সৈয়দ মহসীন পারভেজ, বাংলার দিন সম্পাদক বকসী ইকবাল আহমদ, জেলা সাংস্কৃতিক অফিসার জ্যোতি সিনহা, জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, শাহ অলিদুর রহমান, হাসনাত কামাল, মাহবুবুর রহমান রাহেল, আশরাফ আলী, জনি বেগম ও ক্যামেরা পারসন মনজু বিজয় চৌধুরী। জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় ২দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে শুরু হবে আজ থেকে। সাংস্কৃতিক উৎসবে জেলার বিশিষ্ট শিল্পীবৃন্দ গান পরিবেশন করবেন। সাংস্কৃতিক উৎসবের প্রথমদিনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, পৌর মেয়র মো. ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু। সমাপনী দিনে সাংস্কৃতিক উৎসবে উপস্থিত থাকবেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপ-সচিব খোরশেদ আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব রুকনুজ্জামান। সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status