খেলা

থাই ফুটবলারদের ক্রোয়েশিয়ার জার্সি উপহার

স্পোর্টস ডেস্ক

২০ জুলাই ২০১৮, শুক্রবার, ৯:২৫ পূর্বাহ্ন

থাইল্যান্ডের দুর্গম গুহা থেকে উদ্ধারকৃত কিশোর ফুটবলারদের জার্সি উপহার দিয়েছে বিশ্বকাপের রানারআপ ক্রোয়েশিয়া। গত মাসে বিশ্বকাপ চলাকালীন সারা বিশ্বে আলোড়ন ফেলেছিল এই ঘটনা। ১২ জন থাই ক্ষুদে ফুটবলার ও তাদের কোচ প্লাবিত গুহার মধ্যে আটকা পড়েন। ১৫ দিন পর তাদের উদ্ধার করা হয়। বুধবার প্রথমবার প্রকাশ্যে সাধারণ মানুষের সান্নিধ্যে আসে তারা। এর আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তাদেরকে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখার আমন্ত্রণ জানান। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য মস্কো যাওয়া সম্ভব হয়নি। তবে হাসপাতালে টিভি’র পর্দায় ঠিকই ফাইনাল ম্যাচ উপভোগ করে সবাই। ফ্রান্সের বিপক্ষে ৪-২ গোলে হার দেখে প্রথমবার ফাইনালে ওঠা ক্রোয়েশিয়া। সেমিফাইনালে বেলজিয়ামের বিপক্ষে জয় থাই কিশোরদের উৎসর্গ করেন পল পগবা। এবার থাইল্যান্ড ফুটবল ফেডারেশনের কাছে জার্সি পাঠিয়ে ভালোবাসা প্রকাশ করলো ক্রোয়েশিয়া। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, ‘রাশিয়া থেকে দেশে ফেরার পরই গুহা থেকে উদ্ধারকৃত তরুণ থাই ফুটবলারদের জন্য ১২টি জার্সি পাঠানোর সিদ্ধান্ত নেয় ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশন ও সভাপতি ডেভর সুকার। এই তরুণ ফুটবলাররা সুস্থ হয়ে ওঠায় আমরা খুবই খুশি। জার্সি উপহার তাদের প্রতি আমাদের সমর্থনের অংশ।’ ফাইনালে অবশ্য বেশির ভাগই ফ্রান্সকে সমর্থন দেয়। ১২ জনের মধ্যে মাত্র দুইজন ছিল ক্রোয়েশিয়ার সমর্থক। ডাক্তারদের অনুমতি নিয়ে সবাই যতটা সম্ভব উচ্চস্বরে উল্লাস করে।
হাসপাতালের নার্সরাও তাদের সঙ্গে যোগ দেন। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বসে ফাইনাল দেখা না হলেও ফিফার আরেকটি ইভেন্টে যাওয়ার সুযোগ পাচ্ছে ১২ থাই ফুটবলার ও ২৫ বছর বয়সী কোচ ইয়াকাপল চ্যানটাউং। সবাইকে এ বছরের ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো। লন্ডনে আগামী ২৪শে সেপ্টেম্বর ফিফার বার্ষিক অ্যাওয়ার্ড ইভেন্ট অনুষ্ঠিত হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status