খেলা

অ্যালিসনকে কিনতে লিভারপুলের রেকর্ড প্রস্তাব

স্পোর্টস ডেস্ক

২০ জুলাই ২০১৮, শুক্রবার, ৯:২৪ পূর্বাহ্ন

ইতালিয়ান ক্লাব রোমার গোলরক্ষক অ্যালিসনকে বিশ্ব রেকর্ড ফিতে দলে ভেড়াতে চায় ইংলিশ ক্লাব লিভারপুল। এই ব্রাজিলিয়ান গোলরক্ষককে কিনতে প্রথমে ৭০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি অলরেডরা। তবে রোমা অ্যালিসনের জন্য ৭৫ মিলিয়ন পাউন্ড ধার্য করে। পরে লিভারপুল ইতালিয়ান ক্লাবটিকে ৭৫ মিলিয়ন ইউরো দিতেও রাজি হয়। আর তারা অ্যালিসনের মেডিকেল টেস্ট করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়। তবে এখন পর্যন্ত রোমার পক্ষ থেকে কিছু জানানো হয়নি। যদি তেমনই হয় তাহলে দল বদলের বাজারে কোনো গোলরক্ষকের সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ডে নাম লেখাবেন অ্যালিসন। ২০০১ সালে তৎকালীন রেকর্ড ৫৩ মিলিয়ন ইউরো ট্রান্সফারে ইতালিয়ান ক্লাব পারমা থেকে জিয়ানলুইজি বুফনকে দলে ভেড়ায় জুভেন্টাস। এবার সেই বুফনকেও পেছনে ফেলতে পারেন অ্যালিসন। ইংলিশ প্রিমিয়ার লীগের ইতিহাসে এর আগে এতো অর্থে কেনা হয়নি কোনো গোলরক্ষককে। ২০১৭ সালে বেনফিকা থেকে আরেক ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসনকে দলে ভেড়াতে ৪০ মিলিয়ন ইউরো ব্যয় করে ম্যানচেস্টার সিটি। রাশিয়া বিশ্বকাপে খেলে অ্যালিসন এখন ব্রাজিলে রয়েছেন। ২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব ইন্টারন্যাসিওনালের হয়ে তার ক্যারিয়ার শুর। গত দুই বছর ধরে রোমায় খেলছেন। ২৫ বছর বয়সী এই গোলরক্ষক গত মৌসুমে সিরি ‘আ’তে ৩৭ ম্যাচ খেলেন। অন্যদিকে গত মৌসুমে ইউয়েফা চ্যাম্পিয়নস লীগের ফাইনালে মারাত্মক দুটি ভুল করেছিলেন লিভারপুল নাম্বার ওয়ান গোলরক্ষক লরিস কারিউস। ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হেরে স্বপ্ন ভঙ্গ হয় লিভারপুলের। কদিন আগে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচেও কারিউস আরেকটি মারাত্মক ভুল করেন।
জার্মান এই গোলরক্ষক সোজা আসা একটি ফ্রি-কিক ধরতে ব্যর্থ হন। পরে তা গোল হয়। যদিও এই ম্যাচটি ৩-২ গোলে জেতে লিভারপুল। অ্যালিসন বিশ্বকাপে ব্রাজিলের পাঁচ ম্যাচের সবকটিতেই খেলেন। এর মধ্যে তিনটিতে ব্রাজিলের জাল অক্ষত রাখেন। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status