দেশ বিদেশ

হজ এজেন্সিতে দুদকের ফের অভিযান

স্টাফ রিপোর্টার

২০ জুলাই ২০১৮, শুক্রবার, ৯:০৯ পূর্বাহ্ন

হজযাত্রীদের হয়রানি, অনিয়ম, প্রতারণা ও মানবপাচার বন্ধে হজ এজেন্সিগুলোতে চলতি মাসের পাঁচমবারের মতো অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক অভিযোগ কেন্দ্রের হটলাইনে ১০৬ নম্বরে আসা অভিযোগের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার এ অভিযান চালানো হয়। দুদকের উপপরিচালক শেখ ফানাফিল্যা ও সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধানের সমন্বয়ে ৯ সদস্যের এক টিম রাজধানীর নয়াপল্টনে হজ এজেন্সিতে অভিযান চালান। এ সময় দুদকের টিমটি কাজী টাওয়ারে অবস্থিত কাজী এয়ার ইন্টারন্যাশনালে যান। হজ এজেন্সিটি প্রকৃত হাজির সংখ্যার সমর্থনে কোনো কাগজপত্র দেখাতে পারেনি। নিবন্ধনকৃত প্রত্যেক হজ এজেন্সির কমপক্ষে ১৫০ জন যাত্রী প্রেরণের বাধ্যবাধকতা থাকলেও ওই হজ এজেন্সি ৭৫ জনকে হজে পাঠিয়েছে বলে স্বীকার করে। এছাড়া সৌদি আরবে হজযাত্রীদের বাড়িভাড়া, মুয়াল্লাম ফি ও অন্যান্য রসিদপত্রও দেখাতে পারেনি। এরপর একই টাওয়ারে অবস্থিত কাজী ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের যান টিমের সদস্যরা। তাদের কাগজপত্রে গত বছরের অডিটে ৪ লক্ষাধিক টাকার কর ফাঁকির বিষয়টি জানতে পারে টিম। এত বড় অঙ্কের রাজস্ব ফাঁকির ঘটনার পরও কীভাবে এজেন্সিটি অনুমোদন পেল তা দেখে বিস্ময় প্রকাশ করে দুদক। এর আগে চলতি মাসের ২, ৪, ৯ ও ১৫ তারিখ রাজধানীর বিভিন্ন হজ এজেন্সিতে অভিযান চালায় দুদক। এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, আমাদের লক্ষ্য, হজ্বকেন্দ্রিক দুর্নীতির সিন্ডিকেট ভেঙে দেয়া ও অব্যাহত অভিযানের মাধ্যমে হজযাত্রীদেরকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন করে তোলা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status