বাংলারজমিন

যমজ ৩ সন্তান নিয়ে দুশ্চিন্তায় হতদরিদ্র দম্পতি

ঝিনাইদহ প্রতিনিধি

২০ জুলাই ২০১৮, শুক্রবার, ৯:০৪ পূর্বাহ্ন

একটি নয় দুটি নয় তিন তিনটি ছেলে সন্তান নিয়ে হুলস্থুল ঝিনাইদহের শৈলকুপার রামচন্দ্রপুর গ্রামের দারিদ্র কৃষক দম্পতি মনিরুল ও লিমার বাড়িতে। তিন তিনটি নবজাতক ঘিরে তাদের পরিবার ও প্রতিবেশীদের মধ্যে বইছে আনন্দের বন্যা। দলে দলে হাসিমুখে দেখতে আসছে প্রতিবেশীরা, খুশী স্বজনেরাও। তাদের নাম রাখা হয়েছে হাসান, হুসাইন ও ইউসুফ। এ নিয়ে দম্পতির ছেলে সংখ্যা দাঁড়ালো চার। তবে, এসব আনন্দ যেন ম্লান করে দিচ্ছে মনিরুলের অতি দারিদ্র্যতা। কীভাবে তাদের লালন পালন করবেন এই চিন্তায় মাথা ঘুরছে দম্পতির। গ্রামবাসী জানায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নরমাল ডেলিভারিতে জন্ম হয় লিমার তিন ছেলে সন্তানের। সেখানেই গরু-ছাগল বিক্রি আর কিছু নগদ টাকা দিয়ে মেটানো হয় হাসপাতালের খরচ। জন্মের পর থেকে মা লিমা ও নবজাতকগুলো পরিচর্যার অভাবে ক্রমেই দুর্বল হয়ে যাচ্ছে। মিলছে না মায়ের বুকের দুধ। চিকিৎসকের পরামর্শে খাওয়াতে হচ্ছে টিনের দুধ, অর্থাভাবে জুটছে না পর্যাপ্ত স্বাস্থ্যসেবা। নবজাতক তিনটির বাবা মনিরুল কাজী ও মা লিমা খাতুন জানায়, ছয় বছর আগে তাদের বিয়ে হয়। তাদের প্রথম ছেলের বয়স চার বছর। পরিবারটি এতটাই দরিদ্র যে, বড় ছেলের লালন পালন করতে না পেরে তাকে পাঠিয়ে দেয়া হয়েছে নানা বাড়ি। স্বজন আর প্রতিবেশীরা বলছে সামান্য আয়ের এই কৃষক পরিবারের জন্য তিনটি সন্তান পালন অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিত্তবান বা সরকারি-বেসরকারি সহযোগিতা পেলে নবজাতক তিনটি সুস্থভাবে বেড়ে উঠতে পারবে বলে তাদের আশা। এলাকার নারী জনপ্রতিনিধি মদিনা খাতুন জানান, বিত্তবানদের সহায়তা ছাড়া পরিবারটির চলা একেবারেই অসম্ভব।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status